এসএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। এর আগে প্রথম দফায় তিন সপ্তাহের, দ্বিতীয় সপ্তাহের দুই সপ্তাহের ও পরে শুধু ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছিল।
অধিদপ্তর বলছে, ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুসারে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। স্বাস্থ্যবিধি মেনে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নিতে বলেছে শিক্ষা অধিদপ্তর।
এসএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১
SSC 2022 8th Week Assignment Answer PDF Downoad
এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (৩১ আগস্ট) অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীকে বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে সব শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলেছে শিক্ষা অধিদপ্তর।
এর আগে গত ১৮ জুলাই থেকে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। এরপর ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হচ্ছিল না। ইংরেজি ভার্সনের অ্যাসাইনমেন্ট না দেওয়ায় একেক স্কুল একেকরকম অনুবাদ করে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিচ্ছিল। এতে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। বিষয়টি নিয়ে গত ৩০ জুলাই দেশের শিক্ষা বিষয়ক একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক Daily Result BD ‘ইংরেজি ভার্সন পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ না হওয়ায় ক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ৫ আগস্ট থেকে ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ শুরু হয়।
Daily result Bd পাঠকদের জন্য ইংরেজি ভার্সনের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তুলে ধরা হলো।
অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন :
২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্ট পাঠানোর চিঠিতে অধিদপ্তর বলেছে, ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের পুর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো। সব শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।