চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী নিয়মিত, অনিয়মিত, আংশিক, প্রাইভেট ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট কার্যক্রম অংশগ্রহণ করতে বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড। দাখিল ও আলিম পরীক্ষার্থীদের গ্রুপভিত্তিক কোন কোন বিষয়ের কয়টি অ্যাসাইনমেন্ট করতে হবে সে বিষয়ে মাদারাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। বোর্ড থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, ২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ বিষয়ের ৮টি, ইসলামের ইতিহাস বিষয়ের বিষয়ের ৮টি অ্যাসাইনমেন্ট করতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাদিস শরিফ বিষয়ের ৮টি, পদার্থ বিজ্ঞান বিষয়ের ৮টি ও রসায়ন বিষয়ের ৮টি অ্যাসাইনমেন্ট করতে হবে। মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ বিষয়ের ৮টি, তাজভিদ নসর ও নজম বিষয়ের ৮টি অ্যাসাইনমেন্ট করতে হবে। আর হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের ৮টি, হাদিস শরিফ বিষয়ের ৮টি ও তাজভিদ বিষয়ের ৮টি অ্যাসাইনমেন্ট করতে হবে।
দাখিল ও আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নোটিশ ২০২১

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের কোন গ্রুপে কোন কোন বিষয়ের কয়টি অ্যাসাইনমেন্ট করতে হবে সে ব্যাখ্যাও দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, আল ফিকহ ১ম পত্রের ৫টি ও ২য় পত্রের ৫টি, ইসলামের ইতিহাস বিষয়ের ৫টি, বালাগাত ও মানতিক বিষয়ের ৫টি অ্যাসাইনমেন্ট করতে হবে।
বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৫টি ও ২য় পত্রের ৫টি, রসায়ন ১ম পত্রের ৫টি ও ২য় পত্রের ৫টি অ্যাসাইনমেন্ট করতে হবে। আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ বিষয়ের ৫টি, হাদিস ও উসুলুল হাদিস বিষয়ের ৫টি, আল ফিকহ ১ম পত্রের ৫টি, আরবি সাহিত্য বিষয়ের ৫টি, তাজভিদ ১ম পত্রের ৫টি ও ২য় পত্রের ৫টি অ্যাসাইনমেন্ট করতে হবে।
বোর্ড আরও বলছে, ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিতে অকৃতকার্য ও আংশিক পরীক্ষার্থীদের শুধু ফেল করা বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে। চতুর্থ বিষয়ের ফেল করা শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না বলেও জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। Dakhil and Alim Assignment 2021