১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল 2022

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা এপ্রিল মাসে শেষ হবে।  নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফল অনেক আগে চূড়ান্ত করা হয়েছে। তৈরিকৃত ফল চূড়ান্তের পরেও ‘চ্যাক’ করা হয়েছে। এ জন্য ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে। এনটিআরসিএর ওয়েবসাইটে রাত ১০টার পর থেকে প্রার্থীরা ফল দেখতে পারবেন।

এদিকে, ফল প্রকাশের পর এনটিআরসিএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক বিগত ১৫ ও ১৬ নভেম্বর ২০১৯ তারিখে গৃহীত ষোড়শ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ২২,৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্কুল-২ পর্যায়ের ২,০৮০ জন, স্কুল পর্যায়ের ১৫,২৪০ জন এবং কলেজ পর্যায়ের ৩,৮১১ জনসহ মোট ২০,১৩১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল আজ রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় প্রকাশিত হয়েছে।

স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪,০৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩,৫০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। চুড়ান্তভাবে সর্বমোট ১৮,৫৫০ জন প্রার্থী ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ৯২.১৫।

এতে বলা হয়, প্রার্থীগণ পরীক্ষার ফলাফল http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে রাত ১০টার পর জানতে পারবেন। তাছাড়াও টেলিটক বিডি লিঃ কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল ক্ষুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের ভাইভা শেষ হয়েছে। গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়।

১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরেরই ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালে ১১ অক্টোবর।

ওই সূত্র জানায়, এখন এনটিআরসিএতে প্রতিদিন ৩০ জন প্রার্থীর ভাইভা নেয়া হচ্ছে। আগামী এপ্রিল মাসের শুরুতে সব প্রার্থীর ভাইভা শেষ হয়ে যাবে। ভাইভা শেষের পরবর্তী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, এখন প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে ৩০ জনের ভাইভা নেয়া হচ্ছে। মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে ভাইভা শেষ হয়ে যাবে। ভাইভা শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ নভেম্বর NTRCA ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন। NTRCA 16th Viva Voce Final Jobs Result 2021.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group