কারিগরি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ ।২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ ডিসেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২ জানুয়ারি থেকে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।
পরীক্ষার বিশেষ বিশেষ নির্দেশাবলি হিসাবে বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় ও নম্বর অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয় সমুহের মধ্যে রেফার্ড থাকলে ব্যবহারিক ও তাত্ত্বিক উভয় অংশে পরীক্ষা দিতে হবে এবং পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষর্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক (নন প্রোগ্রামবল) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
কারিগরি (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ

মাধ্যমিকের মতো অ্যাসাইনমেন্টের মাধ্যমে কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদেরও পরবর্তী ক্লাসে প্রমোশন। ডিসেম্বরের শেষে অ্যাসাইনমেন্ট জমা নেয়া হয়েছে। বর্তমানে এ সংক্রান্ত নীতিমালা তৈরি করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোরাদ হোসেন মোল্লা।
রোববার (১৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মতো আমরা কারিগরির নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮টি অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি। বর্তমানে সেগুলোর মূল্যায়ন কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্টের ওপর নম্বর নির্ধারণ করে ফলাফল প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পঠন জ্ঞান অর্জনে কারিগরি স্তরের নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কাজ করানো হয়েছে। এর মাধ্যমে শতভাগ শিক্ষার্থীদের দশম শ্রেণিতে উন্নীত করা হবে। এ জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। সেটি চূড়ান্ত করা হলে ফলাফল প্রকাশ করা হবে।
এ সময় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন তুললে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নেয়া হলেও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করা হচ্ছে। এটি মেনে নেয়া হবে না। কোনো একটি মহলের উসকানিতে কথিত শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেছে। তাদের সবাইকে আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।