বিসিএস ভাইভা ও অন্য চাকরির ভাইভার প্রস্তুতি

বিসিএস ভাইভা ও অন্য চাকরির ভাইভার প্রস্তুতি । চাকরির পরীক্ষার জন্য ভাইভা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং ভালো প্রস্তুতি না থাকলে যে কেউ মনোবলের অভাবে অস্বাভাবিক কোন ফল করে ফেলতে পারে। তাই ভাইভা বিষয়ে গুরুত্ব দিতে হবে। কয়েকটি পরামর্শ-

  1. আপনি ভাইভা দিচ্ছেন মানে আপনি প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ। অন্যরাও আপনার মতোই। সুতরাং নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন।

  2. ভাইভার প্রস্তুতির জন্য ভালো চাকরি করেন এরকম দুএকজনের সাথে সরাসরি কথা বলতে পারেন। এতে কিছু খুটিনাটি বিষয় সহজে জানতে পারবেন।

  3. ভালো পোশাক ও পরিচ্ছন্ন আউটলুক অবশ্যই লাগবে। এ নিয়ে অনেক লেখা আছে অনলাইনে। খুঁজে পড়ুন।

  4. ভাইভা মানে নিজেকে উপস্থাপন করা। নিজেকে উপস্থাপনের আগে নিজেকে জানুন। খুব ভালোভাবে জানুন।

– নাম, নামের অর্থ, একই নামের বিশিষ্ট ব্যক্তি
– স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
– জন্মস্থান, নিজ জেলার সম্ভব সবকিছু
– প্রিয় কবি, খেলা, মানুষ, গান, বই ইত্যাদি
সম্ভব সবকিছু।

  1. বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জাতীয় চারনেতা, ভাষা আন্দোলন, ভাষা শহীদ, বীরশ্রেষ্ঠ, সেক্টর কমান্ডার ইত্যাদি সবকিছু।

  2. সংবিধান, সরকার, রাষ্ট্র, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, আইনসভা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ইত্যাদি।

  3. ক্যাডার চয়েজ, রিলেটেড সবকিছু

  4. নিজ সাবজেক্ট এর মজার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, বড় মানুষ, নিজ সাবজেক্ট এর কমন বিষয় যা মোটামুটি সবাই জানে।

  5. সাম্প্রতিক বিষয়, গুরুত্বপূর্ণ ঘটনাবলী সবকিছু, খেলাধুলা, বৈশ্বিক আলোচিত ইস্যু, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদি।

  6. সরকারের অর্জন, জঙ্গিবাদ সহ এ জাতীয় সবকিছু।

কীভাবে পড়বেন?

প্রথমে বেশ কয়েকটি খাতা বানাবেন। এবার তথ্য সংগ্রহ শুরু করুন।

বাজারে ভাইভার বই আছে; কয়েকটি দেখে-পড়ে কিনুন।

গুগল, উইকিপিডিয়া সর্বোপরি ইন্টারনেট থেকে তথ্য কালেক্ট করুন এবং নোট করুন।

ভাইভা শুরু হলে ফেসবুকে অনেকে ভাইভা শেয়ার করবে সেগুলো ফলো করুন। একটা ধারণা পাবেন এতে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ-

  • কিছু কমন প্রশ্ন করে যেমন: কেন এই চাকরি করতে চাও, এর সাথে তোমার পঠিত বিষয়ের সম্পর্ক কী ইত্যাদি, এগুলো আগে থেকেই গুছিয়ে লিখে চর্চা করুন।

  • ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। মোটামুটি একটা মানের কথা যাতে বলতে পারেন সেজন্য নিয়মিত চর্চা করুন।

  • পোশাক আগেই গুছিয়ে রাখুন (অন্তত দুই সেট)

  • কাগজপত্র যথাযথভাবে গুছিয়ে রাখুন আগেই।

শেষকথা:

কার্টেসিঃ জোনায়েদ হোসেন

BCS Viva and Other Jobs Viva Preparation 2020.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group