এইচএসসি ও সমমানের রেজাল্ট কিভাবে হবে ২০২৪ ? HSC Exam Result। এবার উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ২৫% ও এসএসসি পরীক্ষার ফল ৭৫% ফল নিয়ে মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল 2024 নির্ধারণ করা হবে।
বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রী আরও বলেন, জানুয়ারিতেই এইচএসসির রেজাল্ট দেয়া হবে। যাতে করে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।
HSC Result 2024 ফল দেখার নিয়ম মোবাইল ফোনের মাধ্যমেঃ
আপনার ফোন নিন,আর মেজেজ অপশনে চলে যান আর লিখুনঃ HSC অথবা Alim স্পেস শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল এবং 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DIN 6455665 2024 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ALL Education Board Short Code
DHA – Dhaka Board
BAR – Barisal Board
SYL – Sylhet Board
COM – Comilla Board
CHI – Chittagong Board
RAJ – Rajshahi Board
JES – Jessore Board
DIN – Dinajpur Board
MAD – Madrasah Board
TEC- Technical Board
অনলাইনে HSC Auto Pass রেজাল্ট 2024 দেখবেন যেভাবে
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে HSC Exam Result 2023 দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি অফিসিয়াল সাইট ০১)
www.eboardresults.com এবং ০২) http://eboardresults.com/app/stud/
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ। HSC EXAM RESULT 2024 BD,
কিভাবে HSC রেজাল্ট 2024 দেখবো
কিভাবে ssc রেজাল্ট দেখবো 2024,
এসএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে,
এস এস সি নম্বর পত্র,
এস এস সি রেজাল্ট দেখার নিয়ম,
নাম্বার সহ রেজাল্ট ssc,
নাম্বার সহ রেজাল্ট ssc 2024
মার্কশীট সহ এসএসসি রেজাল্ট ২০২৪
রেজাল্ট দেখার ওয়েবসাইট
এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে
এইচ এস সি রেজাল্ট ২০২৪
এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2024,
কিভাবে ssc রেজাল্ট দেখবো,
এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০২৪,
এইচএসসি রেজাল্ট কিভাবে হবে,
2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল