প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল বৃত্তি ২০২৩ প্রদান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Prime Minister’s Research and Higher Education Assistance Fund Scholarship Stipend Circular 2023 Has Been Published On Daily Result BD Website.
গবেষকদের জন্য গবেষণা ও জাতীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহণের সুযােগ সৃষ্টি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা এবং উচ্চ শিক্ষার সহায়তা তহবিল থেকে প্রতি বছর গবেষকদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের জন্য উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী গবেষণার এবং উচ্চ শিক্ষা সহায়তা তহবিল নীতিমালার আওতায় ২০২৩ সালের স্কলারশিপ প্রদানের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে অবস্থিত বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানসমূহে নিম্নোক্ত বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হয়েছে।
ক. অর্থনীতি/সামাজিক বিজ্ঞান;
খ. জীব, ফার্মেসী ও চিকিৎসা বিজ্ঞান ও কমিউনিটি মেডিসিন;
গ. ভৌত বিজ্ঞান, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান;
ঘ. তথ্য ও যােগাযোেগ প্রযুক্তি;
ঙ. খাদ্য, কৃষি ও সমুদ্র বিজ্ঞান;
চ. কলা, মানবিক, বাণিজ্য ও আইন;
ছ. জলবায়ু ও পরিবেশ বিজ্ঞান।
জ মহাকাশ বিজ্ঞান
আবেদনপত্র ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র পৌঁছানোর সর্বশেষ সময় : ৩১ মার্চ ২০২৩ তারিখ।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নম্বরে যোগাযোগ করুন। ( অফিস চলাকালীন সময়ে সকাল ৯ টা-বিকাল ৪ টা পর্যন্ত সময়ের মধ্যে)
প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল বৃত্তি ২০২৩ নোটিশ
DUET, CUET, KUET, RUET: PhD Program 2017 Prime Minister’s Research and Higher Education Assistance Fund ‘Scholarship | Learn BD Way. ডুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েটঃ এর রেজিস্ট্রারের কার্যালয় হতে প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল বৃত্তি আবেদন ফরম সংগ্রহ করা যাবে |
প্রধানমন্ত্রী তহবিলের পিএইচডি বৃত্তি আবেদন পত্র
প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল নীতিমালার আওতায় পিএইচডি বৃত্তি ২০২৩ প্রদান করা হবে। আবেদন করা যাবে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। তিন বছর মেয়াদী বৃত্তির আওতায় প্রথম বছর প্রতি মাসে ২৫০০০,০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা দেয়া হবে।
Read More – প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তির আবেদন ২০২০ স্নাতক ( ডিগ্রী) পাস
এছাড়া উপাক্ত সংগ্রহ, বই পুস্তক ক্রয় এর জন্য ৫০,০০০ টাকা অনুদান দেয়া হবে। গবেষণা তক্তাবধায়ককে গবেষনা কার্য সমাপ্তির পর সম্মানী বাবদ ৪০,০০০ টাকা প্রদান করা হবে।