ভুল প্রশ্নের প্যাকেট খোলায় অনার্স ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে

ভুল প্রশ্নের প্যাকেট খোলায় অনার্স ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আগামী ২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের হিসাব বিজ্ঞান বিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শনিবার (৩০ নভেম্বর) Daily Result BDকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক নাম না জানিয়ে বলেন, “শনিবার একটি কেন্দ্রে অন্য প্রশ্নের সঙ্গে ভুল করে সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষার প্যাকেট খুলে ফেলা হয়। এ কারণে প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষাটির তারিখ পরিবর্তন করতে হয়েছে।”

সোমবারের পরীক্ষার প্রশ্নের প্যাকেটটি ব্যাংক থেকে ভুল করে কেন্দ্রে নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।

২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার শুধুমাত্র হিসাব বিজ্ঞান (পত্র কোড- ২২২৫১১) বিষয়ের পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত।
সংবাদ বিজ্ঞপ্তি – ২ ডিসেম্বর ২০১৯ ইং অনার্স ২য় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।


মো. ফয়জুল করিম জানান, স্থগিত এই পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরে জানানো হবে। এ পরীক্ষা ছাড়া অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group