জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩-২০২৪ প্রকাশ হয়েছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি-ইচ্ছুক আবেদনকারী সব বিভাগের শিক্ষার্থীর মেধাতালিকা আগামী মঙ্গলবার প্রকাশ করা হবে। পরদিন বুধবার নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা (প্রথম মেধাতালিকা) প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ) অনুষদের ফলাফল রোববার (১৭ অক্টোবর) প্রকাশ হয়েছে। প্রকাশিত এ ফলাফলে ১,১৫৫টি আসনের বিপরীতে অংশগ্রহণকারী ২১ হাজার ৪৭১ (বৈধ পরীক্ষার্থী) জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১১৫৫ জনকে মেধা ও পছন্দক্রম অনুযায়ী বিষয় প্রদান করা হয়েছে যারা সরাসরি প্রাপ্ত বিভাগে ভর্তি হতে পারবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল https://www.jnu.ac.bd/ ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়সূচি অনুসারে ভর্তির জন্য নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। এ ছাড়া সনদপত্র, কাগজপত্র ও ছবি ভর্তির জন্য মনোনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। অটো মাইগ্রেশন বন্ধ করতে চাইলে সংশ্লিষ্ট ডিন অফিসে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধা তালিকার ভর্তি চলবে ৭ নভেম্বর থেকে ১১ ই নভেম্বর পর্যন্ত । মূল কাগজপত্র ৭-১২ নভেম্বরের মধ্যে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এবং ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছেন।
এ বছর বিশ্ববিদ্যালয়টিতে মোট ২ হাজার ৭৬৫ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন; কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে ২ ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন; বিজনেস স্টাডিজ অনুষদের ৪ বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত ৪ বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে ভিজিট করুনঃ admissionjnu.info/web/resultx.html
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২০২০-২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপরে দেয়া হয়েছে। Jagannath University Unit 1 Admission Test Result 2020-2021 pdf Download link
এ বছরই প্রথমবারের মত, অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকা থেকে আসন সংখ্যা শূন্য থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ইউনিট-১ বিজ্ঞান শাখা’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরের ন্যায় এবছরও জবিতে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । দুটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জোড় রোলধারী শিক্ষার্থীরা ১ম শিফট ( ১০টা থেকে সাড়ে ১১টা) এবং বিজোড় রোলধারী শিক্ষার্থীরা ২য় শিফটে ( ৩টা থেকে সাড়ে ৪টা) অংশগ্রহণ করে।