৪৫ তম বিসিএসের প্রশ্ন সমাধান 45th BCS Question Solution নিম্নে দেয়া হলো । মোট ২০০ নম্বরের সকল প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসঃ
১। বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
২। English Language and Literature- 35
৩। বাংলাদেশ বিষয়াবলি- ৩০
৪। আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০
৬। সাধারণ বিজ্ঞান- ১৫
৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি- ১৫
৮। গাণিতিক যুক্তি- ১৫
৯। মানসিক দক্ষতা- ১৫
১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০
মোট নম্বর : ২০০
পরীক্ষার তারিখ ১৯ মে ২০২৩।
সদ্য অনুষ্ঠিত হওয়া ৪৫ তম বিসিএসের একটা প্রশ্ন:
* তোমার নাম কী? এখানে ‘ কী’ কোন পদ?
সঠিক উত্তর: সর্বনাম পদ।
ব্যাখা: আমরা জানি,
কি= অব্যয় পদ ( হ্যাঁ / না দিয়ে সমাধান হয়)
যেমন:
তুমি কি ভর্তি পরিক্ষার্থী?
উত্তর : না। ( এই কি অব্যয় পদ)
কী= সর্বনাম/ বিশেষণ উভয়টাই হতে পারে।
কখন সর্বনাম হবে?
উত্তর: যখন উত্তর হবে ডেসক্রিপশনাল বা বর্ণনামূলক, তখন কী হবে। আর সেটা হবে সর্বনাম পদ।
যেমন: তোমার নাম কী?
কারক কী কী?
তার বাবা কী করেন?
** কখন বিশেষণ হবে:
প্রশ্ন জিজ্ঞাসা ছাড়া অন্যক্ষেত্রে কী – বিশেষণ হবে।
যেমন:
কী সহজে কাজটি হয়ে গেল!
কী নিস্পৃহ!