বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি :
বাউবিতে অনার্সের মোট দশটি বিভাগ আছে। যথাক্রমে : আইন, সিএসই, নিউট্রেশন এন্ড ফুড সাইন্স, বিবিএ ( প্রফেশনাল ) ও বিবিএ ( বাংলা ), সমাজ, বাংলা, ইতিহাস, ইসলাম, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান।
বিভাগগুলোর মধ্য কেবল বিবিএ বাংলা মাধ্যম ভর্তি পরীক্ষা দিতে হয় না।

নিম্নে ভর্তি পরীক্ষার প্রস্তুতি :
১০০ মার্কের ভর্তি পরীক্ষা হয়। সবই MCQ থাকে।
বাংলা : এসএসসি ও ইন্টারের বাংলা বই এবং তার ব্যাকরণ।

যেমন:
১. কারক ২. সন্ধি ৩. সমাস ৪. পদ ৫. অনুবাদ ৬. সমার্থক শব্দ ৭. বাগধারা ৮. উপসর্গ ইত্যাদি।
ইংরেজি : এসএসসি ও ইন্টারের ইংরেজি বই ও ব্যাকরণ।
1. Parts of speech 2. Article 3. Tense 4. Narration 5. Right form of verb
6. Preposition 7. Translation 8. Synonym/ antonym 9. Phrase and idioms 10. transformation of sentence.
সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ) : বাংলাদেশ সম্পর্কিত বিষয়। উদাহরণ : বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, দিবস, ব্যক্তিত্ব ও ঘটনার সম্পর্কিত বিষয়। সাম্প্রতিক রাষ্ট্রীয় বিষয়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে। এছাড়াও রাষ্ট্র ও সরকার সম্পর্কে জানতে হবে।
সাধারণ জ্ঞান ( বিশ্ব ) : বিশ্ব সম্পর্কিত বিষয়। একই ভাবে বিশ্বের বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানতে হবে। বিভিন্ন দেশ, মূদ্রা, রাজধানী অবস্থান, আন্তর্জাতিক বিভিন্ন গেমস, সংস্থা, পুরস্কার ও সাম্প্রতিক আলোচিত ঘটনা সমূহ।
এছাড়াও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে ধারণা নিতে পারেন।
যারা CSE, NFS এবং BBA তে ভর্তি পরীক্ষা দিবেন। তারা ঐ বিষয় সম্পর্কিত ইন্টার ও এসএসসির মূল বই ভালো ভাবে জানতে হবে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে ধারণা নিতে হবে। যেমন : পদার্থ বিজ্ঞান, রসায়ন, গনিত ও জীব বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে।
বাউবির অনার্সে যারা ভর্তি হতে আগ্রহী তাদের প্রতি পরামর্শ হল যে : উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বাউবির অনার্স খুবই গুরুত্বপূর্ণ জায়গা । পড়াশুনা করে জ্ঞান অর্জনে আগ্রহী ব্যক্তিগণ বিশেষ করা যারা নিয়মিত পড়াশোনা করেন তাদের জন্য উত্তম বাউবির অনার্স কোর্সে গুলো। অন্যথায় এখানে পাশ করা অত্যন্ত কঠিন। যেটি ভর্তি পরীক্ষা হতে শুরু হয়।

পরামর্শ দাতা ;
জিসান তাসফিক,
শিক্ষার্থী, আইন বিভাগ,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group