গুচ্ছ বি ইউনিট ভর্তি ফলাফল 2022 GST B Unit Admission Result গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের (বি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে ১৩ আগস্ট শনিবার মানবিক বিভাগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রে ১১ হাজার ৯২৭ জন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলকেন্দ্রে ৪ হাজার ৫৪৬, উদয়ন (ঢাকা বিশ্ববিদ্যালয়) স্কুলকেন্দ্রে ১ হাজার ৬৯৬ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকেন্দ্রে ৩ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নেন।

গুচ্ছ বি ইউনিট ভর্তি ফলাফল 2022 GST B Unit Admission Result গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে লগইন করে পরীক্ষার রেজাল্ট দেখতে হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না বড় চার বিশ্ববিদ্যালয়।গুচ্ছ পদ্ধতিতে এবারও ভর্তি পরীক্ষায় আসছে না দেশের বড় চার বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় ২০২১-২২ সালে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। গত বছর ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে আসে। এবার বড় চার বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় যুক্ত হতে বলে আশা করেছিলেন সংশ্লিষ্ট অনেকে। তবে সমন্বয়হীনতা ও নানা জটিলতার কারণে ওই চার বিশ্ববিদ্যালয় গুচ্ছে আর আসছে না। এ ছাড়া গুচ্ছে থাকা অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ফেরার আগ্রহ দেখিয়েছে।

এ ছাড়া আগামী সপ্তাহে জানা যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ সালের স্নাতক ভর্তি পরীক্ষা কখন হবে। আগামী ৭ ও ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও (জাবি) ভর্তি পরীক্ষার প্রস্তুতি এগিয়ে গেছে বলে জানা গেছে। শিক্ষাথী‌র্দের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হলেও ফল হয়েছে উল্টো। অনেক শিক্ষার্থীর অর্থ ব্যয় ও ভোগান্তি পোহাতে হয়েছে বেশি। গুচ্ছে থাকা অনেক বিশ্ববিদ্যালয়ে আসন খালি রয়েছে। সে কারণে বড় চার বিশ্ববিদ্যালয় এবার এ প্রক্রিয়ায় কোনো আগ্রহ দেখায়নি।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২ সালে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে। তবে ২০২২-২৩ সাল থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট থাকবে না। বদলে যাবে ইউনিটগুলোর নামও। এদিকে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে, চলবে ৯ জুন পর্যন্ত। এ ছাড়া চূড়ান্ত আবেদন শুরু হবে ১৫ জুন, চলবে ২৮ জুন পর্যন্ত।

The big four universities are not in the cluster admission test. The four big universities of the country are not coming in the cluster admission test again. Dhaka, Chittagong, Rajshahi, and Jahangirnagar Universities have already started the necessary process of student admission in 2021-22 under their own management. Last year, 20 universities came in clusters. Many concerned had hoped that the big four universities would be involved in this process this time. However, due to a lack of coordination and various complications, those four universities are no longer coming together. In addition, many universities in the cluster have shown interest in returning to their own management.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group