আজ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন: স্বাস্থ্যমন্ত্রী।২০২১-২০২২ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১টায়। এর মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে কারা ভর্তি হতে পারবেন তা জানা যাবে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs/) থেকে জানতে পারবেন ভর্তিচ্ছুরা। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হবেন।
তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা দেখেছে। ‘আমরা সোমবারই ফল প্রকাশ করতে চেয়েছিলাম। তবে আনুষাঙ্গিক কিছু কাজ শেষ করতে না পারায় আজ সেটি সম্ভব হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।’
গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।
MBBS admission test results will be released today: Health Minister. The results of the medical admission test for 2021-2022 will be released today, Tuesday (April 5) at 1 pm. Through this, it will be possible to know who can get admission to MBBS courses in government and private medical colleges in the country. Health and Family Welfare Minister Zahid Malek will announce the results at a press conference at the Health Department in Mohakhali. After the publication of the results of the medical admission test, the admissions can find out on the website of the Department of Health Education (https://result.dghs.gov.bd/mbbs/). In addition to the students who will pass.