২০২২ সালের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন / প্রদান এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে উপবৃত্তি আবেদন করতে পারবেন।
ডিগ্রি বৃত্তি প্রাপ্তির জন্য আবেদন করার সময়সীমাঃ ১০/০১/২০২২ ইং হতে ১০/০২/২০২২ ইং তারিখ পর্যন্ত।
উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে http://estipend.pmeat.gov.bd এ প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে
যারা ডিগ্রী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেঃ
২০১৬-২০১৭ সেশন, ডিগ্রি (পাস) ৩য় বর্ষ শিক্ষার্থী
২০১৭-২০১৮ সেশন, ডিগ্রি (পাস) ২য় বর্ষ শিক্ষার্থী
২০১৮-২০১৯ সেশন, ডিগ্রি (পাস) ১ম বর্ষ শিক্ষার্থী
আবেদন করার বিস্তারিত নোটিশ,নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয় ,ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাত কলেজ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ও সংশ্লিষ্ট কলেজ, মাদ্রাসায় নোটিশের মাধ্যমে জানানো হবে।
ধাপ ১ঃ http://estipend.pmeat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে “নিবন্ধন” ট্যাবে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
ধাপ ২ঃ পরবর্তী ধাপে পাসওয়ার্ড সেট করুন।(যেকোনো ৬ ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন)
ধাপ ৩ঃ পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী সাইন ইন/”প্রবেশ করুন” ট্যাবে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।
ধাপ ৪ঃ লগ ইন করার পরে শিক্ষার্থী তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং “আবেদন করুন” এ ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ধাপ ৫ঃ “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পাদন করুন। শিক্ষার্থীরা উপবৃত্ত ফর্মটি পূরণ করুন এবং “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ট্যাব অনুসারে নির্দেশ অনুসরণ করুন।
ধাপ ৬ঃ ট্যাব নির্দেশ শেষ হওয়ার পরে, শিক্ষার্থী হ্যাঁ বাছাই করবেন (সর্তকতা, একবার এপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না)। পৃষ্ঠাটি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবে সেখানে ব্যবহারকারী আপ্লিকেশন উপস্থিতি দেখতে পাবেন।
Notice of application / payment of stipend for poor and meritorious students of National University, Dhaka University, Islamic Arabic University graduation (pass) and equivalent level for the year 2020 has been published.
Notice of application of stipend for poor and meritorious students of graduation (pass) and equivalent level for 2020 has been published Daily Result BD.
Poor and meritorious students of National University, Dhaka University, and Islamic Arabic University-affiliated educational institutions Students can apply for stipends online.