৭ কলেজ

ঢাবির অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির জন্য কাগজপত্র

ঢাবির অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির জন্য কাগজপত্র এডমিশন (সব ইউনিট) সেশন : ২০১৯-২০২০ ।এই  পোস্টটি সব ইউনিটের জন্য( বিজ্ঞান, কমার্স, মানবিক ইউনিট)। যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য কলেজে কাগজপত্র জমা দিতে যাবা তারা পোস্টটি ভালো করে পড়বে এবং সংরক্ষণ করে রাখবে। পরে কাজে লাগতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে গিয়ে মনোনীত বিভাগে নিম্নোক্ত কাগজ নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাবির অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা নিম্নে হেয়া হল।

ঢাবির অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে


(১) HSC এবং SSC পরীক্ষার মূল মার্কশিট,
(২) HSC এবং SSC পরীক্ষার মূল সনদপত্র,
(৩) পেমেন্ট স্লিপ,
(৪) SIF ফরম।
এইসব পেপার A4 সাইজ খাকি খামের উপর ভিতর ভরে খামের উপর শিক্ষার্থীর নাম, ভর্তি রোল, Application ID লিখে খাম জমা দিবে এবং ডিপার্টমেন্ট থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ করবে। পরে ভর্তি আবেদন ফরম পূরণ করে জমা দিবে।

আবেদন ফরম (মূলকপি + ফটোকপি) -এর সাথে নিম্নোক্ত কাগজ জমা দিবে।
(১) উপরোক্ত মূল কাগজপত্রের ১-২ সেট ফটোকপি (কয় সেট জমা দেওয়া লাগবে তা ডিপার্টমেন্ট থেকে বলে দিবে),
(২) HSC এবং SSC পরীক্ষার মার্কশীট + সার্টিফিকেটের ফটোকপি (২-৩ কপি)
(৩) ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি (২-৩ কপি),
(৪) সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র (২-৩ কপি),
(২) ৫ কপি পাসপোর্ট সাইজ + ৩ কপি স্ট্যাম্প সাইজের ছবি (পিছনে নাম লিখে রাখবেন)।
কলেজ কর্তৃপক্ষ এগুলো জমা নিয়ে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন।

আশা করি এর বেশি কিছু লাগবে না। কি কি জমা দেওয়া লাগবে তা ডিপার্টমেন্ট থেকেই জানিয়ে দিবে। উপরের সব কাগজপত্র সাথে রাখবেন তাহলে ১ দিনেই সব কাজ শেষ করতে পারবেন। আগামী ৭-০১-১৯ তারিখ সকাল ১১.৩০ থেকে ৩.০০ টা পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন ফরম পূরন করে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ার নির্দেশ

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group