প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি অর্থনীতি সাজেশন ২০২৩ SSC Economics suggestion 2023 PDF

এসএসসি অর্থনীতি সাজেশন ২০২৩ বিষয়: অর্থনীতি।এসএসসি পরীক্ষা সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন।

বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।

৩০ এপ্রিল শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে এসএসসির লিখিত পরীক্ষা। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। আর ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ৩০ এপ্রিল থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। ২৫ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ৫ জুন থেকে ১৫ জন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন।

এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসএসসি অর্থনীতি সাজেশন ২০২৩ বিষয়: অর্থনীতি SSC Economics suggestion 2023 PDF

টর্ট আইন

SSC Economics suggestion 2023 PDF Link

অর্থনীতি ১ ম পত্র PDF

অর্থনীতি ২য় পত্র PDF

প্রথম অধ্যায় : অর্থনীতির পরিচয়

১. ইসলামি অর্থব্যবস্থা
২. মিশ্র অর্থব্যবস্থা ৩. অর্থনৈতিক সমস্যা ( ১.২ )
৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
৫. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অর্থনীতি

দ্বিতীয় অধ্যায় : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ

১. বাংলাদেশের অর্থনীতিক কার্যাবলি ।
২. অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য ও সম্পদের শ্রেণিবিভাগ ।
৩. খনিজ সম্পদ ও বনজ সম্পদ

তৃতীয় অধ্যায় : উপযোগ , চাহিদা , যোগাস ও ভারসাম্য

১. ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর ।
২ . চাহিদা , চাহিদা বিধি , চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন ।
৩. উপযোগ , ভোগ , ও বোকার মধ্যে সম্পর্ক নির্ণয় ।
৪. ক্রমহাসমান প্রান্তিক উপযোগ বিধি ।
৫. যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন ।

ষষ্ঠ অধ্যায় : জাতীয় আয় ও এর পরিমাণ

১. GDP এর নির্ধারকসমূহ ।
২. জি.ডি.পি হিসাব বহির্ভূত বিষয়াদি ।
৩. জাতীয় আয়ের ধারণা সমূহ ।
৪. জাতীয় আয় ও পরিমাপ পদ্ধতি ।

নবম অধ্যায় : বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ

১. বাংলাদেশর দারিদ্রের প্রকৃতি কারণ ও প্রতিকার ।
২. বেসরকারি সংস্থার উন্নয়ন কার্যক্রম ।
৩. জনসংখ্যাকে দেশের সম্পদে পরিণত করা ।
৪. উন্নত , অনুন্নত ও উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য ।
৫. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়সমূহ ।

SSC Suggestion 2022 Topic: Economics. The SSC exam suggestion is given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good numberless will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group