জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অনার্স ২য় বর্ষ পরিসংখ্যান সাজেশন এবং প্রশ্নের উত্তর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরিসংখ্যান সাজেশন এবং প্রশ্নের উত্তর।
বিষয়: পরিসংখ্যান, বিষয় কোড: ২২২০০৫।
সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া”- উক্তিটি কার?
উত্তর : “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া” উক্তিটি হলো— পরিসংখানবিদ রুনিয়ন ও কোলম্যান।
২. পরমশূন্য কোন স্কেলে বিদ্যমান থাকে?
উত্তর : পরমশূন্য অনুপাতসূচক স্কেলে বিদ্যমান থাকে।
৩. কাই বর্গ কী ধরনের পরীক্ষা?
উত্তর : কাই বর্গ একটি সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা।
৪. নাস্তি কল্পনা কী?
উত্তর : যে পরিসংখ্যানিক কল্পনার সম্ভাব্য অসত্যতা যাচাই করা হয় তাকে নাস্তি কল্পনা বলে।
৫. শূন্য সহ-সম্পর্ক কী?
উত্তর : যদি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে তাকে শূন্য সহ-সম্পর্ক বলে।
৬. নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন স্যার ফ্রান্সিস গ্যালটন।
৭. ANOVA এর পূর্ণরূপ লিখ।
উত্তর : ANOVA এর পূর্ণরূপ হলো : Analysis of Variance.

৮. T-Test এর সূত্রটি কে উদ্ভাবন করেন?
উত্তর : T-Test এর সূত্রটি উদ্ভাবন করেন মি. গোসেট (Mr. Gossett).
৯. “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি কার?
উত্তর : “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি মি. গিলব্রেথ (Mr. Gilbreth)-এর।
১০. “Business Stastistics” গ্রন্থটি কার?
উত্তর : “Business Stastistics” গ্রন্থটি S. P. Gupta এবং M. P. Gupta-এর।
১১. কে সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে?
উত্তর : কার্ল পিয়ারসন (Karl Pearson) সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে।
১২. কে, কখন পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন?
উত্তর : S. S. Stevens ১৯৫১ সালে পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন।
১৩. হার ও গতিবেগ নির্ণয়ের জন্য কোন গড় ব্যবহৃত হয়?
উত্তর : হার ও গতিবেগ নির্ণয়ের জন্য গড়/বিপরীত গড় তরঙ্গ ব্যবহৃত হয়।
১৪. বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন?
উত্তর : বিস্তার পরিমাপ কেন্দ্রীয় মান হতে অন্যান্য উপাত্তের পার্থক্য প্রকাশ করে বলে একে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group