উপবৃত্তি নিউজ

শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাতারের বিশ্ববিদ্যালয় 2023

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ২০২৪ সালের এই ভর্তি স্কলারশিপ শিক্ষার্থীদের স্নাতক/ অনার্স, মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী প্রোগ্রামে ভর্তি হতে সুযোগ দিচ্ছে। এই শিক্ষাবৃত্তি দোহায় একটি সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ অক্টোবর।

হামাদ বিন খলিফা স্কলারশিপ শিক্ষার্থীদের কাতারে পড়াশোনা করতে ইচ্ছুক এমন আগ্রহীদের কে যে কোন কোর্স বেছে নেওয়ার সুযোগ প্রদান করছে। ক্ষেত্রগুলো হলো ইসলামিক স্টাডিজ, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান, আইন ও জননীতি, স্বাস্থ্য ও বিজ্ঞান নিয়ে গঠিত। প্রকৃতপক্ষে, এই আকর্ষণীয় এবং বিস্ময়কর সুযোগের জন্য কোন রেজিস্ট্রেশন এবং আবেদন ফি আবশ্যক নয়।

সকল কাতার রেসিডেন্ট এবং আন্তর্জাতিক ইউরোপীয়/অ-ইউরোপীয় শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ আপনার বাসস্থান, টিউশন ফি এবং মাসিক খাদ্যসহ অন্তর্ভুক্তি সম্পর্কিত আপনার সমস্ত খরচ কভার করবে। খলিফা ইনস্টিটিউট কাতারের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়। আর হাম্মাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স এবং কমিউনিটি ডেভেলপমেন্টের একটি সদস্য।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-

দেশ: কাতার
বিশ্ববিদ্যালয়: হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়
কোর্স লেভেল: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি
আর্থিক কাভারেজ: সম্পূর্ণরূপে অর্থায়ন

হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় গবেষণায় পরিপূর্ণভাবে সক্রিয়। তাই এই শিক্ষা প্রতিষ্ঠান যদিও সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এর অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবকাঠামোর কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখনো হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় এডএক্স প্ল্যাটফর্মের সহযোগিতায় বিনামূল্যে অনলাইন কোর্স প্রদান করে যাচ্ছে।

কলেজ অফ ইসলামিক স্টাডিজ

  • প্রায়োগিক ইসলামী নৈতিকতায় মাস্টার্স অফ আর্টস
  • মাস্টার্স অফ আর্টস ইন ইসলাম এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স
  • মাস্টার্স অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজ
  • মাস্টার্স অফ সায়েন্স ইন ইসলামিক আর্ট, আর্কিটেকচার এন্ড আরবানিজম
  • মাস্টার্স অফ সায়েন্স ইন ইসলামিক ফাইন্যান্স
  • ইসলামী অর্থনীতিতে পিএইচডি

কলেজ অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস

  • ইন্টারকালচারাল কমিউনিকেশান এ মাস্টার্স অফ আর্টস
  • অডিওভিজুয়াল ট্রান্সলেশান এ মাস্টার্স অফ আর্টস
  • ডিজিটাল হিউম্যানিটিজ এন্ড সোসাইটিজ তে মাস্টার্স অফ আর্টস
  • মাস্টার্স অফ আর্টস ইন ট্রান্সলেশন স্টাডিজ
  • মাস্টার্স অফ আর্টস ইন উইমেন, সোসাইটি এন্ড ডেভেলপমেন্ট
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান এ পিএইচডি

বিজ্ঞান ও প্রকৌশল কলেজ

  • কম্পিউটার প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স
  • স্বাস্থ্য ব্যবস্থাপনায় ডাটা অ্যানালিটিক্সের মাস্টার্স
  • স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থার মাস্টার্স
  • সাইবার সিকিউরিটিতে মাস্টার্স অফ সায়েন্স
  • মাস্টার্স অফ সায়েন্স ইন ডাটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • মাস্টার্স অফ সায়েন্স ইন লজিস্টিকস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
  • সাস্টেইনেবল এনার্জিতে মাস্টার্স
  • স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট এ মাস্টার্স
  • সাস্টেইনেবল এনভায়রনমেন্ট এ মাস্টার্স
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি
  • লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিএইচডি (এলএসসিএম)
  • সাস্টেইনেবল এনার্জিতে পিএইচডি
  • সাস্টেইনেবল এনভায়রনমেন্ট পিএইচডি

আইন কলেজ

  • আন্তর্জাতিক অর্থনৈতিক ও ব্যবসায়িক আইনে এলএলএম
  • আন্তর্জাতিক আইন ও পররাষ্ট্র বিষয়ক এলএলএম
  • ডক্টর অফ জুরিডিক্যাল সায়েন্স
  • জুরিস ডক্টর

কলেজ অফ হেল্থ এন্ড লাইফ সায়েন্সেস

  • জীববিজ্ঞান ও বায়োমেডিকেল সায়েন্স এ মাস্টার্স অফ সায়েন্স
  • এক্সারসাইস সায়েন্স এ মাস্টার্স অফ সায়েন্স
  • জেনোমিক্স এন্ড প্রিসিশন মেডিসিনে মাস্টার্স অফ সায়েন্স
  • বায়োলজিক্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি
  • জিনোমিক্স এন্ড প্রিসিশন মেডিসিনে পিএইচডি

সুযোগ সুবিধাসমূহ

চূড়ান্ত নির্বাচনের পর, আপনি বিশ্ববিদ্যালয় থেকে নিম্নলিখিত তহবিল পাবেন।

  • কাতার রিয়ালে ৫০০০ স্টাইপেন্ড/ মাস+ বাসস্থান+ রিটার্ন টিকেট/বছর (বিএস)
  • কাতার রিয়ালে ৫০০০ স্টাইপেন্ড/ মাস+ বাসস্থান+ রিটার্ন টিকেট/বছর (এমএস)।
  • কাতার রিয়ালে ৭৫০০ স্টাইপেন্ড/ মাস+ বাসস্থান + রিটার্ন টিকেট/বছর (পিএইচডি)।
  • বিবাহিত ছাত্রদের পারিবারিক বাসস্থান প্রদান করা হয়।

আবেদনের যোগ্যতা

যদি আপনার বিএস-এ ভর্তির প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই একটি কলেজ ডিগ্রী থাকতে হবে, মাস্টার্স অ্যাডমিশন আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রী থাকতে হবে এবং পিএইচডি ডিগ্রীর জন্য আপনাকে অবশ্যই ভাল একাডেমিক স্কোর সহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: উন্মুক্ত
আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে https://mybanner.hbku.edu.qa:9060/PROD9/twbkwbis.P_GenMenu?name=homepage ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৪

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group