রেজাল্টশিক্ষা নিউজ

এইচএসসির ফলাফল ২০২৪ জানবেন যেভাবে HSC Exam Result

এইচএসসির ফলাফল ২০২৪ জানবেন যেভাবে HSC Exam Result। আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে।

যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board name (First 3 Letter)>Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন বরিশাল শিক্ষাবোর্ডের জন্য HSC<>Bar<>Roll<>2024 Send to 16222. ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিষ্টেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে। তাছাড়া পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিষ্টেশন করে ফলাফল জানতে পারবে।শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

এইচএসসির ফলাফল ২০২৪ জানবেন যেভাবে HSC Exam Result

এইচএসসির ফলাফল ২০২৩ জানবেন যেভাবে HSC Exam Result

How to know hsc result 2024. The results of the 2024 higher secondary and equivalent examinations will be released on Sunday (February 13). According to the rules, Prime Minister Sheikh Hasina will inaugurate the process of publishing the results in the morning. The results will then be detailed.  Any operator will have to go to the message option of the mobile phone and type HSC<>Board name (First 3 Letters) >Roll Year and send it to 16222. Such as HSC<>Bar<>Roll<>2024 Send to 16222 for Barisal Education Board. As soon as the results are released, their results will reach the mobile number of the pre-registered candidates.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group