রেজাল্ট

বেফাক পরীক্ষার ফলাফল ২০২৪ BEFAQ Exam Result ৪৭ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড

BEFAQ Exam Result: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ হয়েছে Bangladesh Qaumi Madrasah Education Board (BEFAQ) Central Examination Results 2024। এতে গড় পাশের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ। ৩ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০টায় উক্ত বেফাক রেজাল্ট প্রকাশ করা হয়। এবার ছাত্রদের পাশের হার ৮৩.২৭%। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট  ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। পরীক্ষায় তাকমীল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন।

প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন। প্রকাশিত ফলাফল দেখার সকল পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র ৪৭ তম বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪

 

আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

৪৫ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফল ২০২১ অনলাইনে দেখবেন যেভাবে অনলাইনে wifaqresult.com/ লিঙ্কে গিয়ে ফলাফল জানা যাবে
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবে

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট
মোবাইলে এসএমএস এর মাধ্যমে wifaqresultফলাফল পেতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ
BEFAQ<space>First English Letter of Class<space>Roll Number<space>And লিখে পাঠিয়ে দিন 9933 নম্বরে।

উদাহরণঃ

BEFAQ T 655666

পাঠিয়ে দিন 9933 নম্বরে।

First English Letter of Class –

‘T’ for Takmeel,

‘F’ for Fazilat,

‘S’ for Sanabia Ulaiya,

‘M’ for Mutawassitah,

‘I’ for Ebtadaiyah,

‘H’ for Hifjul Quran,

‘Q’ for Qira’at

৪৭ তম বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার Result ২০২৪ এর পরিসংখ্যান

Qaumi Madrasa স্তরভিত্তিক পাশের হারঃ ফযীলত (স্নাতক) বালক ৮৬.৯১% বালিকা ৮১.৭২%। সানাবিয়া ‘উলইয়া (উচ্চ মাধ্যমিক) বালক ৭২.৭৪% এবং বালিকা ৫৬.২৫%। মুতাওয়াসসিতাহ (নিম্ম মাধ্যমিক) বালক ৮৯.৭৭% বালিকা ৭৫.১৭%। ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) বালক ৭৫.৬৬% বালিকা ৬৭.০৫%। এছাড়া তাহফীজুল কুরআন ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% এবং ৮৮.০০%।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group