প্রশ্ন সমাধানবিসিএস

৪৩তম বিসিএস প্রিলির বাংলা সাহিত্য প্রশ্নের সমাধান ২০২১

৪৩তম বিসিএস প্রিলির বাংলা সাহিত্য প্রশ্নের সমাধান ২০২১
বাংলা সাহিত্য সামাধান
১। তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
= অনন্ত প্রেম
২। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি
= মহামহোপাধ্যায়
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস
= কর্ণফুলি
৪। নীল লোহিত
= সুনীল
৫। দুর্গেশ নন্দিনীর ১ম প্রকাশ
= ১৮৬৫
৬। ১ম মহিলা ঔপন্যাসিক
= স্বর্ণকুমারি দেবী
৭। আমার দেখা নয়া চীন
= বঙ্গবন্ধু
৮। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম
= পদ্মাপূরাণ
৯। মানুষের মৃত্যু হ’লে তবু মানব থেকে যায়
= জীবনানন্দ দাস
১০। দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতায় লাভ করেন ?
= জমিদার নিজাম শাহ
১১। চযাপদ প্রাপ্তিস্থান
= নেপাল
১২। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
= নেকড়ে অরণ্য ( শওকত ওসমান)
১৩। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যটি
= শঙ্খ ঘোষ
১৪। বিদ্যাসাগরের জন্মস্থান
= বীরসিংহ গ্রামে
১৫। মুসলিম সাহিত্য সমাজ
= ১৯ জানুয়ারি, ১৯২৬
১৬। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
= আবুল মনসুর আহমদ
১৭। ঐ ক্ষেপেছে পাগ্ লী মায়ের দামাল ছেলে
=কামাল পাশা ( কাজী নজরুলের কামাল পাশা কবিতার
১৮। সজনীকান্ত দাস এর পত্রিকা
= শনিবারের চিঠি

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group