শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষার্থীদের ২২ মার্চ রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

এসএসসি পরীক্ষার্থীদের ২২ মার্চ রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু।রেজিস্ট্রেশন কার্ডে কোন ভুল থাকলে তা সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে প্রতিষ্ঠান প্রধানদের। রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করে ভুল থাকলে তা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামীকাল মঙ্গলবার (২২ মার্চ) থেকে বিতরণ শুরু করছে ঢাকা বোর্ড।

বোর্ডের স্কুল শাখা থেকে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।ঢাকা বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করে এসব তথ্য জানানো হয়েছে।

The distribution of registration cards to SSC candidates began on March 22. If there is any mistake in the registration card, the heads of the organization will have to apply to the board to correct it. The Dhaka Board has also said that if there is a mistake by accepting the registration card, then the head of the institution will have to take responsibility if it does not apply for correction. The Dhaka Board will start distributing the registration cards of this year’s SSC candidates from tomorrow (March 22) to Tuesday (March 22). The registration cards of these students will be distributed from the school branch of the board. This information has been informed by issuing a notification from the Dhaka Board.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group