উন্মুক্ত বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্স করার সুবিধা গুলো জেনে নিন।

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্স করার সুবিধা গুলো জেনে নিন। আপনি কেনো (LL.B) Law তে পড়বেন?
যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের চাকরির বাজারে প্রতিযোগিতা অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। অনেক ভালো প্রতিষ্ঠানে ভালো সাবজেক্টে পড়াশোনা করেও মাত্র ১৫/২০ হাজার টাকা বেতনের একটি চাকরি পাওয়াটাও এখন দিনদিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। বেকার সমস্যা এতটাই প্রকট হয়ে দাড়িয়েছে যে অনেক উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার মত পথ বেছে নিচ্ছে।
সেক্ষেত্রে Law তে পড়াশোনা করে আপনি অন্যান্য চাকরি প্রার্থীর মত যেমন তাদের সাথে একই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, বাড়তি হিসাবে আপনার সামনে থাকছে জুডিশিয়ারিতে জজ হওয়ার সুযোগ এবং সেটি হতে না পারলে একই সাথে আপনার সামনে বিকল্প হিসাবে যে সুযোগটি সৃষ্টি হচ্ছে সেটি হলো- স্বাধীন পেশা হিসাবে ওকালতি পেশায় যোগদান করার সুযোগ। এক্ষেত্রে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক ভাবে আপনি সম্মান মর্যাদায় অনেক উচু স্থানে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি মানুষ, সমাজ ও দেশের সেবা করার সুযোগ পাবেন।

আপনি কেনো Bangladesh Open University তে LLB পড়বেন?
Bangladesh Open University একটি সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সুতরাং সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়ার সুযোগ পাননি, তাদের জন্য অন্য যেকোনো Private University এর চেয়ে Bangladesh Open University এর Law তে পড়া হলো বেটার চয়েজ। এছাড়াও যারা জীবনের নানান ঘাত-প্রতিঘাত প্রতিকুলতায় পড়াশোনা চালিয়ে যেতে পারেননি অথবা অন্য কোন সাবজেক্টে পড়াশোনা করে বেকার অথবা ছোট/বড় কোনো চাকরি করছেন, তাদের জন্যও রয়েছে Bangladesh Open University তে Law পড়ার সুযোগ। কারণ এখানে বয়সের কোনো বিধিনিষেধ নেই।

Bangladesh Open University তে Law পড়ার যোগ্যতা কী এবং পরীক্ষা সিস্টেম কেমন?
SSC & HSC উভয়টিতে ন্যূনতম 3.5 পয়েন্ট থাকতে হবে, তাহলেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ( অন্য কোনো সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।)
তারপর লিখিত ভর্তি পরীক্ষা দিতে হবে। লিখিত ভর্তি পরীক্ষায় পাশ মার্ক ৪০%, অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৪০ পেতে হবে।
এর অর্থ এই নয় যে আপনি ৪০ নম্বর পেলেই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় সাধারণত ৩০০০/৩৫০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে, অর্থাৎ প্রতি সিটের জন্য গড়ে ২৫/৩০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে থাকে, এর মধ্যে মেধাতালিকার প্রথম ৬০ জন, অর্থাৎ ২ ব্যাচ মিলিয়ে মোট ১২০ জন কে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হয় এবং তারাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরপর সিট খালি থাকা সাপেক্ষে মেধাতালিকা অনুযায়ী ২০/৩০ জন কে ডাকা হতে পারে। তবে সেটা নিশ্চিত নয়।

Bangladesh Open University তে Law তে পড়াশোনা করতে খরচ কেমন?
৪ বছর মেয়াদি কোর্স ৮ সেমিস্টারে বিভক্ত। প্রতি সিমিস্টারে সবমিলিয়ে ১৩০০০/১৪০০০ টাকা, সুতরাং ৮ সেমিস্টারে ৮*১৪০০০= ১ লাখ ১২ হাজার টাকা।
Bangladesh Open University এর SSC/HSC/BA কোর্সের মত Law কোর্সেও কি পড়াশোনা না করে বই দেখে লিখে পাশ করার সুযোগ আছে?
বই দেখে লেখার বা নকল করার বিন্দুমাত্র সুযোগ নেই। এমনকি পরীক্ষার হলে পাশের জনের সাথে বিন্দু পরিমাণ কথা বলার সুযোগ নেই। সুতরাং পাশ করতে হলে অবশ্যই পড়াশোনা করেই পাশ করতে হবে। আপনি যতটুকু পড়াশোনা করবেন আপনার রেজাল্টও ততটুকুই হবে।

Bangladesh Open University এর Law তে পড়তে চাইলে কি দেশের যেকোনো রিজিওনাল সেন্টারে ভর্তি হলেই হবে?
না। Bangladesh Open University এর Law পড়তে চাইলে আপনাকে অবশ্যই Dhaka Regional Centre এই ভর্তি হতে হবে। কারণ Law শুধুমাত্র Dhaka Regional centre -ই পড়ানো হয়। দেশের অন্য কোথাও নয়।

Bangladesh Open University এর Law পড়তে চাইলে কি ক্লাস করতে হবে?
অবশ্যই আপনাকে ক্লাস করতে হবে। কারণ রবি-বুধ ব্যাচের জন্য ৭৫% এবং শুক্র-শনি ব্যাচের জন্য ৫০% ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক। তা নাহলে আপনাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

Bangladesh Open University এর Law কোর্সের ক্লাস গুলো কারা নেন?
Bangladesh Open University এর Law ডিপার্টমেন্টের স্থায়ী টিচার, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতিথি টিচার এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ অ্যাডভোকেটগণ ক্লাস নিয়ে থাকেন।

Bangladesh Open University এর সার্টিফিকেট দিয়ে কি BJS exam, BCS exam, Bar Council exam এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যাবে?
আবারও বলছি Bangladesh Open University একটি সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। সুতরাং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেটের ন্যায়ই এই ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালু, এখানে কোনো বৈষম্য নেই। Bangladesh Open University তে এমন কিছু ডিমান্ডেবল সাবজেক্ট পড়ানো হয় যা অনেক পাবলিক ইউনিভার্সিটিতেও নেই। এখানে এমফিল, পিএইচডিও করানো হয়। সুতরাং Bangladesh Open University এর সার্টিফিকেট দিয়ে আপনি সরকারি বেসরকারি যেকোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি এর সার্টিফিকেটের মতোই ভ্যালু পাবেন।

Bangladesh Open University এর Law Admission test সাধারণত কখন হয়?
Admission test সাধারণত প্রতি বছর অক্টোবর/নভেম্বর/ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়।

Bangladesh Open University এর LL.B admission test এ কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়?
সাধারণত ৪ টি সাবজেক্টে ১০০ মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে English ২৫ মার্ক, বাংলা ২৫ মার্ক, বাংলাদেশ বিষয়াবলী ২৫ মার্ক এবং আন্তর্জাতিক বিষয়াবলী ২৫ মার্ক। প্রতি সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাশ করতে হয়। প্রতি সাবজেক্টে পাশ মার্ক ১০, সর্বমোট পাশ মার্ক ৪০।

আরো পড়তে পারেন- বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্স ভর্তি বিজ্ঞপ্তি

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group