শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষার্থীর জন্য ‘ইউনিক আইডি’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একটি ‘ইউনিক আইডি’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষাসংক্রান্ত সব তথ্য থাকবে। করোনা মহামারিতে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় ইউনিক আইডি তৈরি কাজ কিছুটা পিছিয়ে গেলেও এখন তা আবার পুরোদমে চলছে। এর অংশ হিসেবে ইউনিক আইডির সফটওয়্যারে শুরু হয়েছে ডাটা এন্ট্রির কাজ।

এর আগে রোববার রাতে ইউনিক আইডির প্রকল্প পরিচালক শামসুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। জানতে চাইলে শামসুল আলম বলেন, সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার মাধ্যমে আজ থেকে ইউনিক আইডি তৈরির সবশেষ ধাপের কাজ শুরু হলো। যেসব শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়া শেষ হবে তারা পর্যায়ক্রমে ইউনিক আইডি পেতে থাকবে।

অফিস আদেশে বলা হয়, ব্যানবেইস বাস্তবায়নাধীন ‘অ্যাস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড অ্যাডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের (ষষ্ঠ- দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি ও ইউআইডি প্রদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে তথ্যছক পূরণের কার্যক্রম চলমান আছে। যা ১৬ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার অনুরোধ করা হলো।

আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর বাবা-মা অভিভাবকের জন্মনিবন্ধন ১৭ ডিজিটে দিতে হবে। অর্থাৎ এই জন্ম সনদ নম্বর ১৩ ডিজিট বিশিষ্ট হলে এন্ট্রি দেওয়ার সময় জন্ম সাল যুক্ত করতে হবে।

যেভাবে ডাটা এন্ট্রি দিতে হবে

ব্যানবেইজের ওয়েবসাইট থেকে IEIMS মেন্যুতে গিয়ে ইউনিক আইডির লাইভ সার্ভারে ক্লিক করে CRVS Institution Login page এ যেতে হবে। অথবা www.crvs-institute.banbeis.gov.bd এ ক্লিক করে CRVS Institution Login page এ যেতে হবে।

সফটওয়্যারে এন্ট্রি ও আপলোড করার কাজে দায়িত্বপালনকারী শিক্ষকদের ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রতিষ্ঠান প্রধান পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। অ্যাডমিন হিসেবে প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ পাঁচটি ইউজার আইডি তৈরি করতে পারবেন। তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছাড়া হস্তান্তর যোগ্য নয়।

The government has taken initiative to create a ‘unique ID’ for all students up to class XII. It will contain all the basic and educational information of each student. The work of creating a unique ID has been delayed due to the closure of schools and colleges for a long time due to the Corona epidemic, but now it is in full swing again. As part of this, the work of data entry has started in the software of Unique ID.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group