শিক্ষা নিউজ

লালসালু উপন্যাস MCQ প্রশ্ন উত্তর MCQ PDF

লালসালু উপন্যাস MCQ প্রশ্ন উত্তর MCQ PDF

১. ‘লালসালু’ উপন্যাস রচনা করেছেন কে?
(ক) নজীর আহমদ
(খ) রফিক আযাদ
(গ) ইমদাদুল হক
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ ✓

২. ফরাসি ভাষায় অনুবাদকৃত লালসালু উপন্যাসের নাম কী ?
(ক) ল্য অল্পবরে সাথ মায়েমে ✓
(খ) ট্রি উইথ আউট রুটস
(গ) আরবরে শামস্ লি
(ঘ) ট্রি আউট রুটস

৩. ‘লালসালু’ উপন্যাসটির প্রকৃত প্রতিপাদ্য কি?
(ক) মাজার ব্যবসা
(খ) গ্রামীণ জীবন
(গ) সামাজিক অনাচার ✓
(ঘ) ব্যক্তির অস্তিত্বের সংকট

৪. লালসালু উপন্যাসে ‘প্রাণধর্মের সহজ প্রকাশের প্রতীক হিসেবে ফুটে উঠেছে কোন নারীচরিত্র-
(ক) রহিমা
(খ) আমেনা বিবি
(গ) জমিলা ✓
(ঘ) হাসুনির মা

৫. ‘ লালসালু ‘ উপন্যাসের কোনটি শেষ বাক্য?
(ক) বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ ✓
(খ) খোদার উপর তোয়াক্কা রাখ
(গ) ধান দিয়ে কি হইব;মানুষের জান যদি না থাকে
(ঘ) দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা কেন্দ্র

৬. “লালসালু” উপন্যাসের চরিত্র নয় কোনটি ?
(ক) জমিলা
(খ) মজিদ
(গ) মাজেদা ✓
(ঘ) আমেনা

৭. ‘লালসালু’ উপন্যাসটির মূল উপজীব্য কি?

(ক) চাষী জীবনের করুণ চিত্র
(খ) ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র ✓
(গ) নারীর বন্দীদশার করুণ চিত্র
(ঘ) ধর্মীয় মূল্যবোধ বিসাতরের চিত্র

৮. ‘লালসালু’ উপন্যাসের রচনাকাল নিচের কোনটি?
(ক) ১৯৪৩
(খ) ১৯৫২
(গ) ১৯৪৮ ✓
(ঘ) ১৯৭০

টর্ট আইন

৯. কোনটি লালসালু’ উপন্যাসের চরিত্র?
(ক) জাহেদা
(খ) কালু মিয়া
(গ) রাহেলা
(ঘ) ধলা মিয়া ✓

১০. ‘লালসালু’ উপন্যাসে কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) ধর্মের নামে ব্যবসা ✓
(খ) অন্ধবিশ্বাস
(গ) বহুবিবাহ
(ঘ) ভাগ্যান্বেষণ

১১. প্রথম প্রকাশিত হয় ‘লালসালু’ উপন্যাসটি কত সালে?
(ক) ১৯৬৪
(খ) ১৯৪৮ ✓
(গ) ১৯৬২
(ঘ) ১৯৪৯

১২. ‘লালসালু’ উপন্যাস কোন পটভূমিতে রচিত?
(ক) রাজনীতি
(খ) উদ্বাস্ত্র সমাজ
(গ) ধর্মনীতি ✓
(ঘ) গ্রামীন সমাজ

১৩. লালসালু উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামে প্রথম তাহের ও কাদের নামের দু’ ব্যক্তির নজরে পড়ে। মজিদকে দেখতে পাবার সময় তারা কি করছিল?
(ক) একটি গাছের নিচে বসে গল্প করছিল
(খ) হাটের দিকে হেটে যাচ্ছিল
(গ) মাছ ধরছিল ✓
(ঘ) জমি চাষ করছিল

১৪. ‘লালসালু ’ উপন্যাসে পানি পড়া এনেছিল কে পীর সাহেবের কাছ থেকে?
(ক) রহিমা
(খ) জমিলা
(গ) আমেনা ✓
(ঘ) তানুবিবি

১৫. ‘লালসালু উপন্যাসে পীর সাহেবের নিকট থেকে কোন চরিত্রটি সন্তান ধারণের উদ্দেশ্যে পানিপড়া খেতে চায়?
(ক) আমেনা ✓
(খ) জমিলা
(গ) রহিমা
(ঘ) তানু বিবি

১৬. ‘লালসালু’ উপন্যাসটির ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কী?
(ক) The Tree Without Roots
(খ) The Tree Without Root
(গ) The Rootless Tree
(ঘ) Tree Without Roots ✓

১৭. লালসালু উপন্যাসের মজিদ, মহব্বতনগর গ্রামে আসার পূর্বে, তার ভাষ্যমতে আগে যেখানে ছিল তার নাম –
(ক) মধুপুর গড়
(খ) মোদাচ্ছের পীরের মাজার
(গ) মতিগঞ্জ
(ঘ) গারো পাহাড় ✓

১৮. লালসালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে কিসের তুলনা করা হয়েছে –
(ক) আওয়ালপুরের পীর সাহেবকে
(খ) জমিলাকে
(গ) রহিমাকে
(ঘ) মজিদকে ✓

১৯. কোন অঞ্চলের জীবনের চিত্র ‘লালসালু’ উপন্যাসে প্রতিফলিত হয়েছে ?
(ক) চট্টগ্রাম
(খ) ময়মনসিংহ
(গ) সিলেট
(ঘ) নোয়াখালী ✓

২০. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কোন প্রদর্শনী কর্তৃক ‘Tree without Roots’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
(ক) Editions du Seuil ✓
(খ) Pluto Press
(গ) Lynne Rienner Publishers
(ঘ) Chatto and Windus Ltd

২১. কি উন্মোচন করেছেন ‘লালসালু’ উপন্যাসের লেখক?
(ক) রক্ষণশীলতার মুখোশ
(খ) প্রতারণার মুখোশ
(গ) ধর্মান্ধতার মুখোশ
(ঘ) কুসংস্কারের মুখোশ ✓

২২. কে ছিলেন ‘লালাসালু’ উপন্যাসের ধলা মিয়া?
(ক) জমিলার বড় ভাই
(খ) খালেক ব্যাপারীল বড় ভাই
(গ) জমিলার ছোট ভাই
(ঘ) তানু বিবির বড় ভাই ✓

২৩. তানু বিবির স্বামীর নাম ‘লালসালু’ উপন্যাসে কী ছিল?
(ক) ধলা মিয়া
(খ) খালেক ব্যাপারী ✓
(গ) কালু মিয়া
(ঘ) রতন

২৪. কে’লালসালু’ উপন্যাসে প্রতিবাদের প্রতীক?
(ক) মজিদ
(খ) রহিমা
(গ) মজিলা ✓
(ঘ) মাতব্বর

২৫. নিচের কোনটি ‘লালসালু’ উপন্যাসে চরিত্র ?
(ক) হরিপদ
(খ) শওকত ওসমান
(গ) সুদীপ্ত শাহিন
(ঘ) খালেক বেপারী ✓

২৬. “লালসালু” উপন্যাসে নিচের কোন চরিত্রটি নেই?
(ক) রহীমা
(খ) আমেনা বিবি
(গ) জমিলা
(ঘ) করিমা বিবি ✓

২৭. ‘লালসালু’ উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ্ জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৯৪০
(খ) ১৯৩০
(গ) ১৯২০
(ঘ) ১৯২২ ✓

২৮. ‘নিরাক পড়া’ কি অর্থে ’লালসালু’ উপন্যাসে ব্যাবহৃত হয়েছে?
(ক) গ্রীষ্মের গরম আবহাওয়া
(খ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া ✓
(গ) অস্পষ্ট বিবর্ণ দিন
(ঘ) ঝিমধরা দুপুর

২৯. নিচের কোনটি লালসালু উপন্যাসের মজিদ চরিত্র সম্পর্কে সঠিক নয় –
(ক) শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
(খ) অন্তহীন নৈঃসঙ্গ্য
(গ) সংসার ঔদাসীন্য ✓
(ঘ) মানুষিক অন্তর্দ্বন্দ

৩০. লালসালু’ উপন্যাসটিতে কে অশীতিপর বৃদ্ধ?
(ক) পির সাহেব
(খ) সলেমনের বাপ ✓
(গ) আক্কাসের বাপ
(ঘ) তাহের-কাদেরের বাপ

৩১. ‘বাহে মুলুকে ‘ বলতে কি বুঝিয়েছে লালসালু’ উপন্যাসে?
(ক) উত্তরআখন্ডিকে
(খ) উত্তর কোরিয়াকে
(গ) উত্তর প্রদেশকে
(ঘ) উত্তরবঙ্গকে ✓

৩২. ‘লালসালু’ উপন্যাসের এই উক্তিটি দ্বারা কি বুঝিয়েছে? – ‘মাজারটি তার শক্তি মূল’
(ক) বিশ্বাস
(খ) ভীতি
(গ) আনুগত্য ✓
(ঘ) অনুরাগ

৩৩. মহব্বতনগর গ্রামে মজিদ আসে কোথা থেকে?
(ক) মতিগঞ্জ
(খ) গারো পাহাড় ✓
(গ) আওয়ালপুর
(ঘ) নাসিরনগর

৩৪. ‘লালসালু’ উপন্যাসের মজিদের স্ত্রী রহিমার পেটে কত প্যাচ বেড়ি রয়েছে?
(ক) পাঁচ
(খ) এগারো
(গ) সাত
(ঘ) চৌদ্দ ✓

৩৫. ”কলমা জানো মিঞা?” প্রশ্নটি কাকে করেছে কে?
(ক) মজিদ, খালেক, ব্যাপারীকে
(খ) মজিদ, দুদু মিঞাকে ✓
(গ) খালেক ব্যাপারী, দুদু মিঞাকে
(ঘ) দুদু মিঞা, খালেক ব্যাপারীকে

৩৬. ‘লালসালু’ উপন্যাসে কে চেষ্টা করেছিল স্কুল প্রতিষ্ঠার জন্য ?
(ক) মোদাব্বের
(খ) ধলা
(গ) তাহের
(ঘ) আক্কাস ✓

৩৭. কে মজিদের মুখে থুতু ফেলেছিল ?
(ক) জমিলা ✓
(খ) খ্যাংটা বুড়ি
(গ) রহিমা
(ঘ) হাসুনির মা

৩৮. ‘লালসালু’ উপন্যাসে মজিদ কেন মিথ্যার আশ্রয় নিয়েছিল?
(ক) ধর্মকে প্রতিষ্ঠা
(খ) আধিপত্য বিস্তার
(গ) অর্থলালসা
(ঘ) আপন অস্তিত্ব রক্ষা ✓

৩৯. লালসালু উপন্যাসের গ্রামবাসী সম্পর্কে লেখকের “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ” এ মন্তব্যের তাৎপর্য-
(ক) আত্মবিধ্বংসী ধর্মাবন্ধতা ✓
(খ) বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা
(গ) যুকতিইনষ্ঠ আসুগত্য
(ঘ) অপরিসী বিনয়

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group