শিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি মনিটরিং করবেন শিক্ষা কর্মকর্তারা

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইড লাইন প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর। এ গাইডলাইন অনুসরণ করে স্কুল-কলেজগুলো প্রস্তুতি নিচ্ছে কিনা তা পরিবীক্ষণ বা মনিটরিং করবেন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা। গাইডেড অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করবেন তারা। একইসাথে এ বিষয়ে প্রতিবেদন পাঠাবেন শিক্ষা অধিদপ্তরে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি জেলা-উপজেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

অধিদপ্তর বলছে, গাইড লাইন অনুসরণ করে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রস্তুত করছে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন সেই লক্ষ্যে সকল আঞ্চলিক পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজ জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিবীক্ষণ এর মাধ্যমে নিশ্চিত করবেন। কোন প্রতিষ্ঠান গাইডলাইন বাস্তবায়ন করতে না পারলে কেন পারছে না তা ইমেইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক কে জানাতে হবে।

করোনা মোকাবেলার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত নিরাপদ আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইডলাইন অনুসরণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য নির্দেশ দেয়া হয়েছে আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group