শিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়ানো হবে

দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়ানো হবে বলে জানা গেছে। এমনকি আগামী মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আভাস দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা।

তারা বলছেন, দেশে শীতের প্রকোপ শুরুর পর থেকে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পুরো ফেব্রুয়ারি জুড়েই শীতের প্রকোপ থাকবে। এ অবস্থায় এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। তাই আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়ানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। বুধবার (৬ জানুয়ারি) সরকারের এক যুগপূর্তিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় আগামী মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারে সরকার।’

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম কভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর করোনার বিস্তার রোধে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group