জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত তথ্য প্রেরণের সময়সীমা বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত অনলাইন তথ্য প্রেরণের সময়সীমা আগামী জুলাই ১৯, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হল।
তথ্যসূত্রঃ https://www.nu.ac.bd/ অফিসিয়াল হোমপেইজ।

যাদের NID নাই তারা ১২/০৭/২০২১ পর online এ দেখার জন্য অনুরোধ করা হলো।
ইতিমধ্যে যারা তথ্যছক পূরণের সময় ভুল তথ্য দিয়ে Submit দিয়েছেন, অনলাইনে তাদের তথ্য সংশোধন করা যাবে নাহ। আপনাদের ক্ষেত্রে করণীয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ইমেইল (formfillup.nu@gmail.com) এ বিষয়টি বিস্তারিত লিখে পাঠাবেন।


তথ্যছকপূরণ করতে গিয়ে যাদের “Data Not Found” লিখা আসতেছে তারা পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন! ওয়েবসাইটে আপনাদের ডাটা এন্ট্রির পর তথ্যছক পূরণ করতে পারবেন।
যারা রেজিষ্ট্রেশন কার্ড এখনো পাননি, আপনারা তথ্যছক পূরণ করতে পারবেন না, পরবর্তীতে আপনাদের সুযোগ দেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা

সংশোধনযোগ্য নয় বলে, তথ্যছক পূরণ করার সময় সর্তকতা অবলম্বন করুন। তথ্যছক পূরণ করা টিকা গ্রহনের রেজিষ্ট্রেশনের প্রথমধাপ মাত্র। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হলে, সুরক্ষা এ্যাপে/ওয়েবসাইটে শিক্ষার্থীর সকল তথ্য,কেন্দ্র সিলেক্ট করে, রেজিষ্ট্রেশন করে টিকা গ্রহণ করতে হবে! তথ্যছক পূরণ ব্যতিত এই রেজিষ্ট্রেশন করা যাবে না

General Instructions: –
Contact Email (formfillup.nu@gmail.com) for any information.
Those who do not have NID are requested to visit online after 12/07/2021.
Data of Honors 2015-2016, 2016-2017, 2017-2018, 2018-2019, 2019-2020 Sessions will be available.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group