তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

গ্রামীণফোন নিয়ে এলো ই সিম প্রথমবারের মতো

গ্রামীণফোন নিয়ে এলো ই সিম প্রথমবারের মতো।দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। আগামী ৭ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে ফোরজি পরিবেশবান্ধব ডিজিটাল ই-সিম। গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ই-সিম সংযোগ পেতে হলে ক্রেতাদের ই-সিম সমর্থন করে- এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এপপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং

নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োম্যাট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ই-সিমের জন্য আবেদন করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিমের জন্য আবেদন করা যাবে।ফোরজি ই-সিম পরিবেশবান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানে গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই সম্পূর্ণ সংযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

Grameenphone has come up with e-SIM for the first time. Grameenphone authorities have announced the launch of e-SIM for the first time in the country. 4G eco-friendly digital e-SIM will be available in the market from March 7. This information has been given in the press release of Grameenphone. Grameenphone’s Appearance Centre (Dhaka and Chittagong) with a device that supports e-SIM for buyers to get an e-SIM connection and

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group