তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে।চাইলে কিন্তু খুব সহজেই বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন। অবাঞ্ছিত বিজ্ঞাপন লুকিয়ে রাখার পাশাপাশি বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মতামত জানানো যায়। আপনার মতামতকে প্রাধান্য দিয়ে পরে অন্য বিষয়ে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক। ফলে অবাঞ্ছিত বিজ্ঞাপন আপনার নিউজফিডে দেখাবে না।

সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সারাবিশ্বেই রয়েছে মেটার মালিকানাধীন সাইটটির ব্যবহারকারী। দিন দিন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন ফেসবুক স্ক্রল করতে করতে। তবে বিজ্ঞাপনের যন্ত্রণা সহ্য করতে হয় এখানেও। কোনো ভিডিও দেখতে গেলেন একটু পর পর বিভিন্ন বিজ্ঞাপন এসে আপনার মুডটাই নষ্ট করে দেয়।

ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপন দেখতে না চাইলে বিজ্ঞাপনের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।

সেখানে ‘হোয়াই আই অ্যাম সিইং দিস অ্যাড?’ অপশনে ক্লিক করুন।

এর পরের অপশনে প্রবেশ করে ‘হাইড অল অ্যাডস ফ্রম দিস অ্যাডভারটাইজার’র পাশে থাকা হাইড বাটনে ক্লিক করুন।

প্রথমেই প্রদর্শিত বিজ্ঞাপনের ডান দিকের কোণে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।

এরপর ড্রপডাউন মেন্যু থেকে হাইড অ্যাড (Hide ad) অপশন নির্বাচন করতে হবে।

এখন আপনি কেন বিজ্ঞাপনটি লুকিয়ে রাখতে চাচ্ছেন, তা ফেসবুককে জানাতে হবে।

How to stop ads coming on Facebook. But you can easily stop ads coming. In addition to hiding unwanted ads, opinions can be expressed against the advertiser organization. Facebook will show ads on other topics after giving priority to your opinion. As a result, unwanted ads will not show in your newsfeed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group