পরীক্ষার ফরম পূরণশিক্ষা খবর

এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে শুরু

এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল শুরু ২০২২।এবারও এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান পরীক্ষা হবে না। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।এছাড়া বোর্ড আরো জানিয়েছে, ব্যবহারিক থাকা বিষয়ে লিখিত পরীক্ষা হবে ৩০ নম্বরের ও এমসিকিউ ১৫ নম্বরের। অন্য বিষয়ে লিখিত ৪০ ও এমসিকিউ ১৫ নম্বরের পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়া হচ্ছে। মে মাসের মধ্যে সিলেবাস শেষ করতে প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেয়া হবে। এবার নির্বাচনি পরীক্ষা না হলেও ১৫মে প্রস্তুতিমূলক পরীক্ষা নেবে স্কুলগুলো। আর ১৯ জুন থেকে এসএসসি চূড়ান্ত পরীক্ষা শুরু হতে পারে।এবার বিজ্ঞান বিভাগে ফরম পূরণ ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় ও মানবিক বিভাগে ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে। শিক্ষাবোর্ড হুঁশিয়ারি দিয়েছে, কোন প্রতিষ্ঠান বাড়তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরিকল্পনা নেয়া হয়েছে, ১৫ মে’র মধ্যে শেষ হবে সিলেবাস। স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রও বাড়ানো হবে।

The filling up of SSC forms begins on April 13, 2022. This time too, the SSC exam will be held in a short syllabus. There will be no examination of religion and moral education, information and communication technology, Bangladesh, and world identity and science. In continuation of this, the filling of SSC exam forms will start from April 13. Apart from this, the board has also said that the written exam will be of 30 marks and MCQ of 15 marks in the practical subject. There will be a written test of 40 marks and MCQ 15 marks in other subjects.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group