৪১তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২ 41st BCS written Exam Result 2022 । (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত আবশ্যিক বিষয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। এর আগে গত ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। লিখিত পরীক্ষায় মোট ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। গত বছরের ডিসেম্বর মাসে এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে প্রায় এক বছর পর ফল প্রকাশ করেছে পিএসসি।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ১৩ হাজার জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট ২০২২ 41st BCS written Exam Result 2022

41st BCS written Exam Result 2022 চেক লিংক bpsc.gov.bd

উল্লেখিত ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া Teletalk BD Ltd. এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো মােবাইল হতে Sms করে ৪১ তম বি.সি.এস. পরীক্ষা-২০১৯ এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে:

Format : PSC<Space>41<Space> Registration Number লিখে 16222- নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজ রেজিষ্ট্রেশন নম্বর সহ passed for general Cadre/General and Technical-Professional Cadres/Technical Cadres অথবা Failed হিসেবে ফলাফল পাওয়া যাবে।

Example: PSC 41 123456 Send to 16222.

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে বই-পুস্তক, সব প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া পরীক্ষার কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করেছে পিএসসি।এর আগে গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী।

এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৯৯ হাজার ৬০৬ জন।পরীক্ষার স ময়সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে ৪ ঘন্টাব্যাপী ইংরেজি বিষয়ের ২০০ নম্বরের, ৩০ নভেম্বর ৪ ঘন্টাব্যাপী বাংলাদেশ বিষয়বলির ২০০ নম্বরের, ১ ডিসেম্বর ৩ ঘন্টাব্যাপী আর্ন্তজাতিক বিষয়বলির ১০০ নম্বরের, ২ ডিসেম্বর ৩ ঘন্টাব্যাপী সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির ১০০ নম্বরের, ৪ ডিসেম্বর ৪ ঘন্টাব্যাপী বাংলার ২০০ নম্বরের উভয় ক্যাডারের জন্য, তবে পেশাগত ও কারিগরির জন্য ৩ ঘন্টাব্যাপী বাংলার ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এছাড়া ৬ ডিসেম্বর ২ ঘন্টাব্যাপী গণিতিক যুক্তির ৫০ নম্বরের এবং ৭ ডিসেম্বর ১ ঘন্টাব্যাপী মানসিক দক্ষতার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষাও সকাল ১০টা থেকে শুরু হবে।

The written test of 41st BCS will start from Monday (November 29) tomorrow. This examination will be held till 6th December. The test will start simultaneously in Dhaka, Chittagong, Rajshahi, Khulna, Barisal, Sylhet, Rangpur and Mymensingh centers from 10 am every day. Earlier, on August 1, the Public Service Commission (PSC) released the results of the 41st BCS preliminary examination. 21 thousand 57 people have passed it. Only those who have passed the preliminary will take part in the written test.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group