তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে: মন্ত্রী

প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে: মন্ত্রী।দেশে আগামী বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।১০ মার্চ টাঙ্গাইলের মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

প্রযুক্তিতে শত-শত বছর পিছিয়ে থাকা এই জাতি আগামী দশ বছরে পৃথিবীর কোনো দেশ থেকে এক চুলও পিছিয়ে থাকবে না।উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়ায় এক প্রতিক্রিয়ায় আদিবাসি তরুণ সুবীর নাগরিক বলেন,‘পাহাড়ে আমরা উচ্চগতির ইন্টারনেট পাচ্ছি, এটা আমাদের কাছে স্বপ্নের মতো’।এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সকল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু করারও আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস্য, চাষ ও শিল্প-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার।

মন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে উচ্চগতির ডিজিটাল সংযোগ সংযোগসহ তাদেরকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটি’র উদ্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করা হয়। ইন্টারনেট সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী উল্লেখ করেন, এর আগে দেশের ১৯০টি ইউনিয়ন ছাড়া দুর্গম পার্বত্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওরসহ সর্বত্র উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

High-speed internet connectivity will be provided in every union: Minister. Postal and Telecommunications Minister Mostafa Jabbar has said that high-speed broadband internet connectivity will be provided to every union in the country by next year. The minister said this while attending the inauguration of a high-speed broadband internet connection in the remote hills of Madhupur in Tangail on March 10.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group