ভর্তি তথ্যশিক্ষা খবর

মেডিকেল ও ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন আসন ৮৯ টি

মেডিকেল ও ডেন্টালের তৃতীয় মাইগ্রেশন আসন ৮৯ টি।সারা দেশের সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে ফাঁকা আসনের বিপরীতে তৃতীয় ধাপের মাইগ্রেশন শেষ করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে শূন্য হওয়া আসনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঠানো হয়েছে।গত বছরের ২ এপ্রিল সারা দেশে একযোগে ২০২০-২১ সালে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পর ৪ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন ছিল ৪ হাজার ৩৫০টি

এমবিবিএস এর মাইগ্রেশন হবে ৩৭টি আসনের বিপরীতে। আর ডেন্টালের মাইগ্রেশন হবে ৫২ আসনের বিপরীতে।কবে নাগাদ মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা সম্ভব নয়৷ মাইগ্রেশন সম্পন্ন করতে বুয়েটের কাছে তথ্য পাঠানো হয়েছে। তারা তালিকা প্রস্তুত করে যখন আমাদের পাঠাবে আমরা সেদিনই এটি প্রকাশ করব।তৃতীয় ধাপে মেডিকেল ও ডেন্টাল মিলে মোট ৮৯ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন করা হবে। এর মধ্যে এমবিবিএস এ মাইগ্রেশন হবে ৩৭টি আসনের বিপরীতে। যার মধ্যে সাধারণ কোটায় ৩৩ জন, উপজাতী ৩ এবং মুক্তিযোদ্ধা কোটায় একজনের মাইগ্রেশন সম্পন্ন হবে।

আর ডেন্টালের মাইগ্রেশন হবে ৫২ আসনের বিপরীতে। এর মধ্যে ৫১টি সাধারণ এবং একটি উপজাতীয় কোটার।গত বছরের ২২ ডিসেম্বর মেডিকেলের প্রথম ধাপের মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৩৩৪ আসনের বিপরীতে মাইগ্রেশন সম্পন্ন হয়েছিল। এরপর গত ৮ ফেব্রুয়ারি ১১১ আসনের বিপরীতে দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। এখন তৃতীয় ধাপের মাইগ্রেশন সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

The third migration seat of medical and dental is 89. The Department of Health Education has taken the initiative to end the third phase of migration against vacant seats in government medical and dental colleges and units across the country. For this purpose, the information of the vacant seats has been sent to Bangladesh Engineering University (BUET). On April 2 last year, the mbbs course admission test was held simultaneously in 2020-21 across the country. A day later, on April 4, the results of the test were released. This time there were 4,350 seats in government medical colleges in the country.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group