শিক্ষা খবরশিক্ষা নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু মঙ্গল বার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু মঙ্গল বার থেকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী মঙ্গলবার থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শুরু হবে।এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। ওইদিন থেকে অফিসসমূহও যথারীতি খোলা থাকবে।প্রথমবর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে ২২ তারিখ থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে। বাকি বর্ষগুলোর সশরীরে ক্লাস ধীরে ধীরে পরিস্থিতি বুঝে চালু হবে।

প্রকাশিত রুটিনের পরীক্ষা চলমান রয়েছে সেভাবেই চলতে থাকবে। তবে করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতি হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সবার একসঙ্গেই শ্রেণি পাঠদান শুরু করল ঢাবি প্রশাসন।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে শুধু প্রথম বর্ষের শ্রেণি পাঠদান শুরুর কথা জানানো হয়েছিল।

Classes at Dhaka University begin from Mars Bar. Dhaka University (DU) will resume the in-person classroom teaching activities of all the year students from Tuesday with proper hygiene. In addition, pre-announced routine-based tests will continue. From that day onwards, the offices will be open as usual. Classes will start in person from the 22nd of this month giving priority to the first-year students. In-person classes for the rest of the years will gradually start understanding the situation.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group