শিক্ষা খবরশিক্ষা নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু মঙ্গলবার আর হল খুলছে কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু মঙ্গলবার আর হল খুলছে কাল।আগামীকাল ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল হল সমূহ খুলে দেওয়া হবে। এরপর আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে।সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে সশরীরে ক্লাস শুরু হবে।সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামীকাল সোমবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। এরপরের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সকল বিভাগ অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shahjalal University of Science and Technology classes will start on Tuesday and the hall will open tomorrow. All the halls of the university will be opened from tomorrow, February 14. After that, from February 15, all departments of the university will be able to conduct online classes. If there are no other restrictions from the government, classes will start in person from February 22. A press release from the university’s public relations department said after the meeting.

The residential halls of Shahjalal University of Science and Technology (Shabiprabi) will be opened from Monday. From the next day i.e. next Tuesday (February 15), all departments will be able to conduct online classes. The decision was taken at an emergency syndicate meeting of the university on Sunday (February 13).

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group