শিক্ষা খবর

ঢাকা কলেজ ভর্তির বিজ্ঞপ্তি 2022 প্রকাশ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত প্রক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২১-২০২২ অনুযায়ী ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র করা হবে। এক্ষেত্রে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত বিভাগ অনুসারে কর্তৃপক্ষের নির্ধারিত জিপিএ অনুযায়ী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। বিভাগ ভিত্তিক আবেদনের নির্ধারিত জিপিএ হলো-

বিজ্ঞান বিভাগ- ৫.০০
ব্যবসায় শিক্ষা বিভাগ- ৪.৭৫
মানবিক বিভাগ- ৪.৫০

এবার বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ জানুয়ারি ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েব এর ঠিকানা হলো: www.xiclassadmission.gov.bd। এস.এস.সি এবং সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।ভর্তির ফলাফল ৩টি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ হবে। একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইনে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮ (দুইশত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। এছাড়াও একজন শিক্ষার্থীর সর্বোচ্চ ২ বার সক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদা শিক্ষার্থীর পছন্দক্রমনুসারে উপরের দিকে হবে।

Dhaka College, a traditional educational institution of the capital, has issued a notification for admission of students in class XI. An admission circular signed by Dhaka College Principal Professor IK Selim Ullah Khondakar on Tuesday (January 4th) detailed the process of eligibility for admission. It is said that according to the Admission Policy 2021-2022 adopted by the Department of Secondary and Higher Education, Ministry of Education, students in science, business education, and humanities will be made in class 11 in Dhaka College. In this case, students who have passed SSC or equivalent examination will be considered eligible to apply as per the GPA prescribed by the authority as per the said department. The GPA for department-based application is prescribed

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group