শিক্ষা খবর

সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া সম্ভব না: জবি উপাচার্য

এবার প্রায় ১৪ লাখ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য আরও প্রায় আট লাখ শিক্ষার্থী অপেক্ষা করছেন। এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ কেউ করে দিতে পারবে না।

গত বৃহস্পতিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া সম্ভব না: জবি উপাচার্য

তিনি বলেন, ‘আমরা গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা আয়োজন করবো। প্রয়োজনে সেই বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরি, অডিটোরিয়াম, অধিভুক্ত কলেজ এমন কি কোনো স্কুল থাকলে সেখানেও পরীক্ষার করবো। আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ করে দিতে চাই।’

জবি উপাচার্য বলেন, ‘প্রথম এবং দ্বিতীয়বার মিলে দেশে প্রায় ২২ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছেন। তাদের সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো যেন ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পান। গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি জানার পর আমরা বলতে পারবো যে কত শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group