শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিশু শিক্ষার্থীদের রমজানে যেমন ক্লাস চলছে

শিশু শিক্ষার্থীদের রমজানে যেমন ক্লাস চলছে।রমজানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে ২০ রমজান পর্যন্ত এবং মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে শিক্ষার্থীদের ২৪ রমজান পর্যন্ত ক্লাস চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। রমজানের প্রথম দিনে রোববার শিশু শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। দক্ষিণ বাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেল, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ১২৩ জন। এদের মধ্যে রোজা রেখেছে ৮৭ জন। রমজানের প্রথমদিন মতিঝিল আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের সব শাখায় শ্রেণির কার্যক্রম বন্ধ ছিলো।

উত্তর বাসাবো এস আর এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে দেখা গেলো, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে ৯৩ জন উপস্থিত আছেন। শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেলো, তৃতীয় শ্রেণির উপস্থিত ২০ জন, তাদের মধ্যে ১৬ জন রোজা রেখেছেন। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩৪ জনের মধ্যে ৩১ জন রোজা রেখেছেন। মতিঝিল থানার সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মাহ্রুখ জাবীন সরজমিনে এ উপস্থিতি তথ্য দেখে গেছেন।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের শিশুদের মাঝে মাহে রমজানের প্রভাব খুব বেশি। রাজধানীর খিলগাঁও এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা গেল, গরমে শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লান্ত দেহে কর্তব্য পালন করছেন। বিদ্যালয়ে প্রথম রোজায় প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩৬৬ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৮৬ জন। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী রোজা রেখেছে।

Classes are going on for the children and students like in Ramadan. Classes are going on in the educational institutions during Ramadan. Primary schools have been instructed to run classes till 20th Ramadan and secondary schools and higher secondary colleges till 24th Ramadan. On the first day of Ramadan, I tried to see the class activities of the children on Sunday. A visit to South Basabo Government Primary School revealed that 123 out of 260 students in grades three to five were present. 7 of them are fasting. On the first day of Ramadan, class activities were closed in all branches of Motijheel Ideal High School and College.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group