ক্যাম্পাসভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড 2021

আগামী ১০ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়াও ভর্তি পরীক্ষা তারিখের বিষয়েও শীঘ্রই জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd-তে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক দেশব্যাপী করোনা সংক্রণের উর্ধ্বমুখী বিস্তারের কারণে পূর্বঘোষিত ১০ জুলাই তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত অতিশীঘ্রই পরীক্ষার্থীদের অবহিত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম যেহেতু স্থগিত হলো, তার মানে পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। কেননা, কোভিড পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এখন যে অবস্থা, তাতে করে এ মাসের ৩১ তারিখে পরীক্ষা নেওয়া কঠিন হবে। তিনি বলেন, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি বৈঠক হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা। ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছিলো।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group