ভর্তি রেজাল্ট

একাদশ শ্রেণিতে ভর্তি ফলাফল দেখার নিয়ম ২০২৩ (কলেজ ভর্তি)

একাদশ শ্রেণিতে ভর্তি ফলাফল প্রকাশ জেনে নিন দেখার নিয়ম । চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য এখন পর্যন্ত ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে। ভর্তির আবেদন এবার শুধু অনলাইনের মাধ্যমে নেওয়া হয়েছে।একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ফল মঙ্গলবার রাত ৮টার পর প্রকাশ করা হবে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম পর্যায় ভর্তির এই আবেদন গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ । একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম ধাপের ফল শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এই ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন। আবেদন করেও ৭৯ হাজার ৫৩২ জন পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। ভর্তির সুযোগ বঞ্চিতদের মধ্যে ২৩ হাজার ২৩১ জনই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথম ধাপের এ ফল জানা যাচ্ছে।

গত ৯ আগস্ট থেকে শুরু হয় অনলাইনে ভর্তির আবেদন। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে কারিগরি বোর্ড থেকে পাস করেছে ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তিতে পৃথক আবেদন করতে হবে।

জানা গেছে, এবারও তিন ধাপে ভর্তির আবেদন নেয়া হচ্ছে। প্রথম ধাপে কেউ কোনো কলেজ বা মাদ্রাসায় ভর্তির সুযোগ না পেলে এবং যারা আবেদন করতে পারেনি- এ দুই ক্যাটাগরির শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে তারা আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া শুরু হবে ৩১ আগস্ট। তৃতীয় ধাপেও আবেদনের সুযোগ দেয়া হবে। ৯ আগস্ট সকাল ৭টায় প্রথম ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছিল।

একাদশ শ্রেণিতে ভর্তি ফলাফল প্রকাশ ২৫ আগস্ট

দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে চলতি মাসের ৩১ তারিখ থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। জানবেন যেভাবে ফল, ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd বোর্ড, পাসের সন, রোল ও রেজিঃ নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে ফল পাওয়া যাবে।

এরপর তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে আগামী ৭-৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে। আর এ সময়ের মধ্যে কেউ সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। এরপর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর রাতে। আর শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group