ভর্তি রেজাল্টশিক্ষা খবর

ডেন্টালে ভর্তির ফলাফল প্রকাশ

ডেন্টালে ভর্তির ফলাফল প্রকাশ।দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় এ ফল প্রকাশ করা হয়। ব্যাচেলর আব ডেন্টাল সার্জন্স (বিডিএস) ২০২১-২২ সালে ভর্তি পরীক্ষায় ৫৯ দশমিক ৭৭ শতাংশ পাস করেছে। এবার বিডিএসে মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭।

এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও শনিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হহয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সবুজ সংকেত পাওয়ায় দুপুর আড়াইটায় ফল প্রকাশ করা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

এদের মধ্যে সরকারি ডেন্টালে মেয়ে ২৮৮ ও ছেলে ২৫৭ জন ভর্তির সুযোগ পাবেন।এবার ডেন্টালে সর্বোচ্চ নম্বর পেয়ে সারা দেশে সেরা হয়েছেন নাসরিন সুলতানা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। নাসরিন ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।এবার প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

The results of the admission test for dental and public dental colleges and dental units of the country for the year 2021-22 have been published. The results were released on Sunday (April 24) at 2.30 pm. Bachelor of Dental Surgeons (BDS) has passed 59.7% in the admission test in 2021-22. This time a total of 39,395 people have passed in BDS, which is 59.8%.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group