ভর্তি তথ্যশিক্ষা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম শেষে আসন খালি ৪৬৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম শেষে আসন খালি ৪৬৮।ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১সালে স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও আরবি ভাষা সাহিত্য বিভাগ বাদে ১ হাজার ৯৮৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৮টি আসন খালি রয়েছে।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। ভর্তির ডাটা নিয়ে কাজ চলছে, অতিদ্রুত পরবর্তী মেধাক্রম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আইসিটি।

২৩ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ৫৩৫১ থেকে ৬৮৫০, ‘বি’ ইউনিটে ২৯২৭ থেকে ৪৩২৬ এবং ‘সি’ ইউনিটে ২৫৫৮ থেকে ৪০৫৮ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারের যারা বিষয় পেয়েছে তাদের আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়। এছাড়া ২৬ ফেব্রুয়ারি শুধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৭৯ আসনের বিপরীতে ভর্তির জন্য ১৪২৬ থেকে ১১৩৫০ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুদের ডাকা হয়। এতে ১৩ শতাধিক ভর্তিচ্ছু অংশ নেন।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারির সাক্ষাৎকার থেকে ‘এ’ ইউনিটে ৬ হাজার ৬৮১, ‘বি’ ইউনিটে ২ হাজার ২৪৭ ও ‘সি’ ইউনিটে ২ হাজার ১৩৪ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয় প্রাপ্তির জন্য মনোনীত হন। এর মধ্যে সবগুলো তালিকা মিলিয়ে এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৮ জন ভর্তিচ্ছু। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে ইবির ৬১ শতাংশ আসন ফাঁকা ছিল। ফলে গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ফের সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটে ১৮৫৫ থেকে ৫৩৫০, ‘বি’ ইউনিটে ১৪২৬ থেকে ২৯২৬ এবং ‘সি’ ইউনিটে ১০৫৭ থেকে ২৫৫৭ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

At the end of the fourth phase of the admission process in The Islamic University, 468 seats are vacant. The admission process for the fourth phase of the first year of graduation in 2020-21 of the Islamic University (EB) has been completed. It has 468 seats vacant in three units out of 1,986 seats, except for the university’s fine arts and Arabic language literature departments. This information was revealed by the university’s ICT cell on Tuesday. Work on the admission data is underway, and the next merit will be published on the university’s website soon, the ICT said.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group