বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কত আসন আছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কত আসন আছে। ২০২১-২২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাবি বলছে, শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা পুনর্নির্ধারণ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সে অনুযায়ী, গত বছরের চেয়ে এবার আসন কমেছে ১ হাজার ১১৩টি। ২০২০-২১ সালে ঢাবির পাঁচটি ইউনিটের অধীনে মোট আসন ছিল ৭ হাজার ১৪৮টি। এবার সেটি কমে হয়েছে ৬ হাজার ৩৫টি।

এর আগে ২০১৯-২০ সালে পাঁচটি ইউনিটে মোট আসন ছিল ৭ হাজার ১১৮টি। গতবার ‘ক’ ইউনিটে আসন ছিল ১ হাজার ৮১৫টি, এবার এই ইউনিটে ৩৬টি আসন বেড়েছে। অন্যদিকে, গতবার ‘খ’ ইউনিটে আসন ছিল ২ হাজার ৩৭৮টি, এবার কমেছে ৫৯০টি; ‘গ’ ইউনিটে আসন ছিল আসন ছিল ১ হাজার ২৫০টি, এবার কমেছে ৩২০টি; ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০টি আসন ছিল, এবার ২৩৪টি আসন কমেছে আর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন ছিল, এবার ৫টি আসন কমেছে।

পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসন ৬ হাজার ৩৫টি। গতবারের চেয়ে এবার ১ হাজার ১১৩টি আসনে কমেছে। এর ফলে এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ৯৩০টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩০টি আসন থাকবে। ‘ক’ ইউনিট ছাড়া বাকি ইউনিটগুলোতে এবার আসন কমেছে। ‘ক’ ইউনিটে শুধুমাত্র আসন বেড়েছে।

How many seats are there in any unit at Dhaka University? Authorities have taken initiative to reduce the number of seats of Dhaka University (DU) from 2021-22. According to DU, the issue of rescheduling the number of university admissions has been taken into consideration to improve the quality of education. According to him, the number of seats has decreased by 1,113 this time as compared to last year. In 2020-21, the total number of seats under the five units of DU was 6,146. This time it has been reduced to 6,035.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group