ভর্তি তথ্যভর্তি রেজাল্ট

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ৪ বা ৫ এপ্রিল

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ৪ বা ৫ এপ্রিল।সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ সালে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছেন ৬১ হাজার ৬৭৮ জন। শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়ায় এবার ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। যদিও গত কয়েক বছর ধরে পরীক্ষা গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হত। কিন্তু এবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ফল পাওয়ার সম্ভাবনা খুব কম।

যে গাড়িতে করে কেন্দ্রগুলোতে প্রশ্ন এসেছে, সে গাড়িগুলোকে আমরা ডিজিটালি ট্র্যাক করেছি। এমন কি যে বাক্সে করে প্রশ্ন নেয়া হয়েছে, সে বক্স খুললেও বলা যায় এই বক্স এখন খোলা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যাক শিক্ষার্থী অংশ নেয়ায় এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময়ের প্রয়োজন হতে পারে। শুক্রবার স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে, যার ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

The results of the MBBS admission test will be released on the 4th or 5th of April. MBBS’s first-year admission test in 2021-22 in government and private medical colleges will be held on Friday (1st April). 1 lakh 43 thousand 915 students have taken part in it. Of these, 61,006 people took part in Dhaka. Due to the record number of candidates taking part in the medical admission test held on Friday, the release of results may be a bit late this time. However, in the last few years, the results were released within 72 hours of taking the test. But this time the chances of the examinees getting the results at the scheduled time are very low.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group