৭ কলেজভর্তি রেজাল্ট

ঢাবির অধিভুক্ত সাত কলেজের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল

ঢাবির অধিভুক্ত সাত কলেজের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘বি’ (কলা ও সামাজিক বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর হবে। এ দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১৬৩০টি আসনের বিপরীতে আবেদন সংখ্যা ২০১৫০টি। রাজধানীর মোট ৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ।

অন্যান্য ইউনিটের মত এ ইউনিটের পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবে না।

ঢাবির অধিভুক্ত সাত কলেজের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল

ঢাবির অধিভুক্ত সাত কলেজের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রেজাল্ট http://7college.du.ac.bd/admission.php এবং http://7collegedu.com/ তে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে সাত কলেজের ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিচ্ছুরা তাদের পছন্দের কলেজ ও বিভাগে (বিষয়) ভর্তির সুযোগ পাবে। সাত কলেজের মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের আসনগুলো শুধু মেয়েদের জন্য এবং ঢাকা কলেজের আসনগুলো ছেলেদের জন্য সংরক্ষিত। বাকি চারটিতে ছেলেমেয়ে উভয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে ১১৬৩০টি আসনের মধ্যে ঢাকা কলেজ- ২৪২৫টি, ইডেন মহিলা কলেজ- ৩১৫৪টি, তিতুমীর কলেজ- ৩৩০০টি, সরকারি বাঙলা কলেজ- ১৪৪০টি, কবি নজরুল সরকারি কলেজ- ১৬০০টি, বদরুন্নেসা মহিলা কলেজ- ১১৮০টি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ- ১২৫০টি।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট মার্কস- ২০০। এমসিকিউ- ১২০, জিপিএ- ৮০। পাস নাম্বার- ৪৮। এর মধ্যে বাংলা- ৩০, ইংরেজি- ৩০, সাধারণ জ্ঞান- ৬০।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group