Rangamati Science and Technology University Admission Circular 2021

Rangamati Science and Technology University Admission Circular 2021 . Online application for 1st-year admission in Rangamati Science and Technology University has started. The admission process starts at 12 noon today, Sunday (December 5). Applications can be submitted for admission on December 20 at 12 noon.

Online application link: www.admission.rmstu.edu.bd

Rangamati University of Science and Technology has started the online application process for admission in the 4th year undergraduate (honors) and undergraduate (engineering) 1st year in the 2020-2021 academic year.

Only students who have passed the GST (General-Science, Technology) group of universities participating in the Graduate (Honors) 1st year integrated admission test for the 2020-2021 academic year can apply.

Rangamati University of Science and Technology has five departments in four faculties. There are 50 seats in Computer Science and Engineering, 25 seats in Forestry and Environmental Science, 25 seats in Fisheries and Marine Resources Technology, 50 seats in Management and 25 seats in Tourism and Hospitality Management.

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ রবিবার ( ৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ভর্তির এ প্রক্রিয়া শুরু হয়। আগামী ২০ ডিসেম্বর রাত ১২টা ভর্তির জন্য আবেদন করা যাবে।

অনলাইন আবেদনের লিংকঃ www.admission.rmstu.edu.bd

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

শুধুমাত্র জিএসটি (GST- General, Science and Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে পাঁচটি বিভাগ রয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০ টি আসন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ২৫ টি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগে ২৫ টি আসন, ম্যানেজমেন্ট বিভাগে ৫০ টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫ টি আসন রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group