18th NTRCA Exam Date 2024

18th NTRCA Exam Date 2024 । The Private Teacher Registration and Certification Authority (NTRCA) has not been able to take the preliminary examination of the 18th registration for a long 20 months. However, a preliminary examination for the appointment will be held soon, the concerned said. On 23 January 2020, NTRCA issued a notification for the 18th registration. The notification said that the 18th teacher registration examination will be held in three stages.

A preliminary examination will be taken first. Candidates who pass this will take the written test in the second step. Candidates who pass the written test in the next step will have to take the oral test.

If you want to know about this on Monday NTRCA Secretary. Obaidur Rahman said he hoped the final results of the 18th teacher registration would be released within a week. After that, steps will be taken to organize the preliminary examination for the 18th teacher registration. It is to be noted that NTRCA has recommended the appointment of teachers in private schools, madrasas and technical educational institutions.

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ ও ১৬ মার্চ আয়োজন করা হতে পারে। প্রথমদিন স্কুল পর্যায়ের এবং দ্বিতীয়দিন কলেজ পর্যায়ের পরীক্ষা আয়োজন করা হতে পারে বলেও জানান তিনি।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে।

প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

18th NTRCA Exam Date 2024

NTRCA Update Notice News 2022

Until 2015, NTRCA only issued certificates. The management committee of the educational institution would appoint on the basis of the certificate. NTRCA has been recommending the recruitment of teachers on merit basis besides issuing registration certificates since 2015 due to various complaints about the recruitment process.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group