HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২

HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২ Suggestion information with also Update some effective Hsc Finance Banking And Bima 2nd Paper Suggestion information or resource and tips which will help to get the HSC Finance Banking And Bima 2nd Paper Suggestion easily. We believe that our distribution of HSC Finance Banking And Bima 2nd Suggestion News and information will help the activity searchers who are finding HSC Finance Banking And Bima 2nd Paper Suggestion Educations Related News Through Online.

HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022

সৃজনশীল প্রশ্ন ১ : আশা লি. খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব হাসান ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন তিনটি বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করেছেন; সেগুলো হলো বারবিডল, টমক্যাট ও মিকিমাউস। প্রকল্পে বিনিয়োগের জন্য জনাব হাসান ১৩% চক্রবৃদ্ধি সুদে ১০ বছরের জন্য ৩০ লক্ষ টাকা ‘ক’ ব্যাংক হতে ঋণ করেন। তিনি ঋণকৃত সম্পূর্ণ টাকা টমক্যাট প্রকল্পে বিনিয়োগের জন্য পরিচালনা পর্যদে প্রস্তাব উপস্থাপন করেন। পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনটি প্রকল্পেই বিনিয়োগের সুপারিশ করে।

ক. তারল্য কী?
খ. ঝুঁকি ও মুনাফার সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত জনাব হাসান অর্থায়নের কোন উৎস হতে অর্থ সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিচালনা পর্ষদ জনাব হাসানের প্রস্তাব প্রত্যাখ্যান করে অর্থায়নের যে নীতি গ্রহণের সুপারিশ করেছে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : মি. রাকিব ও মি. সাকিব দুইজনই চাকরিজীবী। রাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। জনগণের জন্য প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্মাণ করে। এই প্রতিষ্ঠানের আয়ের উৎস জনগণের পরিশোধিত ভ্যাট, ট্যাক্স, শুল্ক ইত্যাদি। অন্যদিকে, সাকিবের কর্মরত প্রতিষ্ঠানটি স্বনামধন্য ঔষধ উৎপাদক। সাকিব উক্ত প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। সম্প্রতি সাকিব ঔষধ উৎপাদনের পাশাপাশি খাদ্যপণ্য, তেল, সাবান ও শ্যাম্পু উৎপাদনেও গুরুত্বারোপ করেন।

ক. অর্থায়ন কাকে বলে?
খ. মুনাফা ও তারল্যের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মি, রাকিবের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মি. সাকিবের প্রস্তাবটি অর্থায়নের নীতিমালার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শাহীন একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে শেয়ার ব্যবসায় আরম্ভ করেন। ২৫,০০,০০০ টাকা দিয়ে তিনি আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। পোশাক শিল্পে অগ্নিকাণ্ডের ফলে জনাব শাহীনের লাভের পরিবর্তে মূলধন হ্রাস পেল। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার নিকট পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে তাকে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।

ক. অর্থায়ন কী?
খ. মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ?
গ. শাহীনের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শাহীনকে একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো?

সৃজনশীল প্রশ্ন ৪ : সাঈদ হাসান তার নিজ এলাকায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন। সমাজের বিভিন্ন ধনী ব্যক্তিদের সহযোগিতায় সেবা কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। সেবা কেন্দ্রটি যাতে আরও ভালোভাবে পরিচালিত হতে পারে তার জন্য বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তিনি সহযোগিতা চান উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ আয় মানব সেবায় ব্যয় করা হয়।

ক. তহবিলের বণ্টন কী?
খ. ‘সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সেবা প্রতিষ্ঠানে অর্থায়নের ফলে সমাজে কীরূপ প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আয় মানব সেবায় খরচ করা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার আলোকে বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব কুয়াশা ও জনাব শিশির দু’জন পাইকারী ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসায় করেন। অন্যদিকে জনাব শিশির কাপড়ের পাশাপাশি জুতার ব্যবসায় করেন। কেননা শিশির মনে করেন কাপড়ের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, জুতার ব্যবসা থেকে মুনাফা অর্জন করা যাবে। জনাব কুয়াশা অধিক মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে অধিক বিনিয়োগ করেন।

ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. তারল্য বলতে কি বোঝায়?
গ. জনাব শিশির অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : একতা লি. বিগত কয়েক বছর যাবৎ তাদের ব্যবসায় সুনামের সাথে পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলে। গত বছর প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়। এছাড়াও একতা দি তাদের শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। শ্রমিক সন্তুষ্টির মাধ্যমে একতা দি. এর উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পায়। যার মাধ্যমে কোম্পানিটি শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে কোম্পানির শেয়ারের মূল্য পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ক. অর্থায়ন কাকে বলে?
খ. তারল্য ও মুনাফা নীতি ব্যাখ্যা করো।
গ. একতা লি. অর্থায়নের কোন লক্ষ্য অর্জন করতে পেরেছে? ব্যাখ্যা করো।
ঘ. একতা লি. হাসপাতাল প্রতিষ্ঠা করে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে। তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ : AT লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এ কাজে ব্যবহৃত ক্যামিক্যাল এবং বর্জসমূহ বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশে প্রতিষ্ঠানটি নদীর পানি, মাটি ও পরিবেশের কথা বিবেচনা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তাদের ২৫ লক্ষ টাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটি মূলধন সংগ্রহের জন্য এমন উৎসের কথা বিবেচনা করছে যেখান থেকে কর সুবিধা পাওয়া যাবে এবং মূলধন সরবরাহকারীগণ কোম্পানির প্রকৃত মালিক হতে পারবে না।

ক. অর্থায়ন কী?
খ. “মুনাফা ও তারল্যের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান” তুমি কি একমত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত AT লিমিটেড কোন ধরনের মূল সংগ্রহের কথা ভাবছে?
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রকল্পের বিনিয়োগটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত এবং কেন? মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : জেনিম কোং লি. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা ধরনের সেবা প্রদান করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি তার স্থায়ী সম্পদের অবচয় হিসাব যথোপযুক্তভাবে সংরক্ষণ করে। পক্ষান্তরে হানিম কোং লি. একটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির কর্মীদের সুযোগ সুবিধার দিকে তেমন মনোযোগ নেই। তবে প্রতি বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সঠিকভাবে প্রদান করে থাকে। উভয় কোম্পানি নতুন প্রকল্প চিহ্নিত করে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মূলধনের চাহিদার সৃষ্টি হচ্ছে।

ক. অবচয় কী?
খ. ট্রেজারি বন্ডে কেন কোনো ঝুঁকি নেই? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের হানিম কোং লি. তার নতুন প্রকল্পের জন্য মূলধন কীভাবে সংগ্রহ করবে তা ব্যাখ্যা করো।
ঘ. দু’টি কোম্পানির মধ্যে কার মূলধন সংগ্রহ করা সুবিধাজনক এবং সেই সাথে ব্যয় কম হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : জনাব আলী তার সঙ্কিত ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। কিন্তু জনাব হক অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতেও প্রস্তুত।

ক. তারল্য কী?
খ. হস্তান্তরযোগ্য ঝুঁকি বলতে কী বোঝ?
গ. জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব হক-এর গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? জনাব আলী ও জনাব হক এর বিনিয়োগ সিদ্ধান্তের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : মি. রাকিব একজন সফল ব্যবসায়ী। তিনি বিভিন্ন খাতে যেমন: টেক্সটাইল ভোগ্যপণ্য, ফার্মাসিউটিক্যাল, স্টীল ইত্যাদিতে বিনিয়োগ করেন। গত বছর তিনি একটি সিমেন্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করেছিলেন। ব্যবসা শুরু করার জন্য তার ৪০ কোটি টাকা প্রয়োজন ছিল। তার নিয়োগকৃত আর্থিক ব্যবস্থাপক তাঁকে দ্রুত বিনিয়োগ ফেরত পাওয়া এবং মুনাফা সর্বোচ্চকরণের ব্যাপারে নজর দেয়ার পরামর্শ দিলেন। কিন্তু মি. রাকিব আর্থিক ব্যবস্থাপকের পরামর্শ গ্রহণ করেননি। তার মূল লক্ষ্য ছিল সম্পদ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ নয়। তিনি এ লক্ষ অর্জনে প্রয়োজনে কিছু মুনাফা ত্যাগ করতেও প্রস্তুত ছিলেন।

ক. ব্যবসায় অর্থায়ন কী?
খ. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
গ. কোন নীতি অনুযায়ী মি. রাকিব নতুন ব্যবসায় শুরু করতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. রাকিব কর্তৃক গৃহীত সম্পদ সর্বোচ্চকরণ সিদ্ধান্তটির সাথে তুমি কি একমত? উক্তির সাথে যুক্তি দেখাও।

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব সালাম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক তার নিকট একটি বিনিয়োগ প্রকল্প আছে। প্রাথমিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং আগামী তিন বছরে কর-পরবর্তী বার্ষিক নগদ প্রবাহ যথাক্রমে ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা এবং ৩৫,০০০ টাকা মূলধন ব্যয় ১৫%। জনাব সালাম নিট বর্তমানে মূল্য পদ্ধতি ব্যবহার করে প্রকল্পে আয়ের হার সম্পর্কে নিশ্চিত হতে চান।

ক. অভ্যন্তরীণ আয়ের হার কী?
খ. মূলধন রেশনিং বলতে কী বোঝ?
গ. প্রকল্পের গড় মুনাফা নির্ণয় করো।
ঘ. NPV, IRR ও NPI ব্যবহার করে প্রকল্প গ্রহণের যৌক্তিকতা ব্যাখা করো।

সৃজনশীল প্রশ্ন ২ : রেটিনা এন্ড কোং একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পের জন্য একটি মেশিনের প্রয়োজন হবে যেটির মূল্য হবে ১,০০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ৫ বছর। ৫ বছর ধরে করপূর্ব পরিচালন মুনাফা হবে যথাক্রমে ২০,০০০, ৩০,০০০, ২০,০০০, ২৫,000 20,000 টাকা। কর হার ৪০%।

ক. মূলধন রেশনিং কী?
খ. মূলধন বাজেটিং-এর বাট্টাকৃত পদ্ধতি কেন পছন্দনীয়? ব্যাখ্যা করো।
গ. ১৫% বাট্টাকরণের ফলে রেটিনা এন্ড কোং-এর মেশিনটির NPV কত হবে? নির্ণয় করো।
ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয় পূর্বক প্রকল্পটির গ্রহণযোগ্যতা নিয়ে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের কর পূর্ববর্তী নগদ প্রবাহ যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা, ৮০,০০০ টাকা এবং ১,২০,০০০ টাকা, বার্ষিক অবচয় ৯৮,০০০ টাকা ও প্রকল্পের ব্যয় ৫,০০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। প্রকল্পের কর হার ও মূলধন যথাক্রমে ৩০% ও ১২%।

ক. PBP ?
খ. স্বাধীন প্রকল্প বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে গড় মুনাফার হার নির্ণয় করো।
ঘ. বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি ব্যবহার করে বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : একটি প্রতিষ্ঠান একটি মেশিন ক্রয়ের জন্য ৭৫,০০০ টাকা এবং তা স্থাপনের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে যদি মেশিনটি পুরোদমে উৎপাদনে যায় তবে তারা আগামী ১৪ বছরে প্রত্যেক বছরে ৭,৫০০ টাকা করে আন্তপ্রবাহ ফেরত পাবে। মূলধন ব্যয় ১১%।

ক. মূলধন রেশনিং কী?
খ. ধনাত্মক নিট বর্তমান মূল্য গ্রহণের কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির মেশিনটির নিট বর্তমান মূল্য নির্ণয় করে দেখাও।
ঘ. প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আয়ের হার কী মূলধন ব্যয়কে পূরণ করতে পারবে বলে তুমি মনে করো? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব রোহান দুটি বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছেন। প্রথমটির প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং এ প্রকল্প থেকে প্রতি বছর ৮,০০০ টাকা করে আগামী ৫ বছর নগদ অর্থ প্রবাহ পাওয়া যাবে। এছাড়া ৫ বছর পর প্রকল্পটি থেকে আরও ৫,০০০ টাকার ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। ২য় প্রস্তাব অনুযায়ী প্রকল্প ব্যয় ৩৫,০০০ টাকা এবং ৫ বছরের নগদ আন্তঃপ্রবাহ (টাকা) নিম্নরূপ:
১ম বছর ১০,০০০; ২৪ বছর ১০,০০০; ৩য় বছর ১৩,০০০; অর্থ বছর ১৪,০০০ টাকা; ৫ম বছর ১৬,০০০ কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে না। বর্তমানে প্রচলিত বাট্টার হার ১২%।

ক. মূলধন বরাদ্দকরণ কাকে বলে?
খ. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময় অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় কেন?
গ. প্রথম প্রকল্পের নিট বর্তমান মূল্য কত?
ঘ. কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? ব্যাখ্যা করো।

HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২

HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২HSC Finance Banking And Bima 2nd Paper PDF Suggestion Download 2022 এইচএসসি ফিন্যান্স ব্যাংকি ও বিমা ২য় পত্র সাজেশন ২০২২

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group