শিক্ষক নিয়োগ তথ্যশিক্ষা নিউজ

NTRCA ৩য় গণবিজ্ঞপ্তি রেজাল্ট 2024 PDF NTRCA 3rd Gono Biggopti Result Download

NTRCA ৩য় গণবিজ্ঞপ্তি রেজাল্ট 2024 PDF NTRCA 3rd Gono Biggopti Result Download । বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আগামী ৫ জুন (রোববার) প্রকাশ করা হবে। একইদিন সেকেন্ড মেরিট লিস্টও প্রকাশ করা হবে। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

গণবিজ্ঞপ্তির ফলাফল এ মাসে প্রকাশ।বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক পদে নিয়োগে প্রকাশিক বিশেষ গণবিজ্ঞপ্তিতে ৩ লাখ ৪৩ হাজার নিবন্ধিত প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রতিটি পদে ২২ জনের বেশি প্রার্থী আবেদন করেছেন বলে প্রাথমিকভাবে। চলতি মার্চ মাসেই এ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের পরিকল্পনা করেছে এনটিআরসিএ।এ গণবিজ্ঞপ্তির ১৫ হাজারের বেশি পদে ৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজরের অধিক শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আগামী ২৭ মে’র প্রকাশ করা হতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল ঘোষণা করবেন।

NTRCA ৩য় গণবিজ্ঞপ্তি রেজাল্ট 2024 PDF NTRCA 3rd Gono Biggopti Result Download

NTRCA Result 2022 http://ngi.teletalk.com.bd or www.ntrca.gov.bd website.

গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে ‘কিছুটা সময় লাগবে’ বলে মন্তব্য করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। তিনি বলেন, শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে ছয় মাসের ডিপ্লোমায় নিবন্ধিতরা আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এমপিও নীতিমালা অনুসারে প্রার্থীদের সুপারিশ করা হবে। তাই আমরা আইসিটি পদে আবেদনকারীদের তথ্য যাচাই করবো। তথ্য যাচাইয়ে কিছুটা সময় লাগবে। আমরা প্রার্থীদের ১০ মার্চের মধ্যে তথ্য এনটিআরসিএতে পাঠাতে বলছি। তারা তথ্য পাঠালে তা যাচাই করে এরপর প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করা হবে।

এ ফল কবে নাগাদ প্রকাশ করা হবে জানতে চাইলে এ কর্মকর্তা আরও বলেন, আমরা এখন আইসিটি শিক্ষক পদে আবেদন করা প্রার্থীদের সনদের তথ্য সংগ্রহ করছি। প্রার্থীরা ১০ মার্চ পর্যন্ত সনদের তথ্য জমা দিতে পারবেন। তা যাচাই বাছাই করা হবে। সে জন্য কিছুটা সময় লেগেছে। পরিকল্পনা আছে চলতি মাসেই ফল প্রকাশ করার।এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, বিশেষ গণবিজ্ঞপ্তি অনুসারে ১৫ হাজার ১৬৩ শিক্ষক পদে আবেদন নেয়া হয়েছিলো। এরমধ্যে এমপিও পদ ছিলো ১২ হাজার ৮০৭টি ও ননএমপিও পদ ছিলো ২ হাজার ৩৫৬টি। এসব পদে ৩ লাখ ৪৩ হাজার ৪০৭টি আবেদন পাওয়া গিয়েছে বলে টেলিটক এনটিআরসিএকে জানিয়েছেন।

গত সোমবার অনুষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভায় বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে সম্মতি দেওয়া হয়। প্রায় সাড়ে ১৮ হাজার শিক্ষক নিয়োগ হওয়ায় এটির ঘোষণা শিক্ষামন্ত্রীর মাধ্যমে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় এনটিআরসিএ। আগামী ২৭ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশে ফিরবেন। এরপর যেকোন দিন ফল ঘোষণা করা হবে।

The results of the mass notification have been published this month. 3 lakh 43 thousand registered candidates have applied for the recruitment of 15 thousand teachers in various private educational institutions. Initially, more than 22 candidates have applied for each post of the special public notice. NTRCA plans to publish the results of this public notice this March. Online applications are accepted for more than 15,000 posts in the public notice from February 8 to February 22.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group